Advertisement
Advertisement
Yogi Adityanath

শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত হবে, ‘রোজগার মহাকুম্ভ’ উদ্বোধনে ঘোষণা যোগীর

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঘোষণায় খুশি রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিক।

Yogi Adityanath announces wage guarantee for workers at 'Rozgar Mahakumbh' inauguration speech
Published by: Hemant Maithil
  • Posted:August 27, 2025 12:26 pm
  • Updated:August 27, 2025 12:27 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন। এখন থেকে রাজ্যের প্রতিটি মজুরের জন্য তাদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা হবে। মুখ্যমন্ত্রী জানান, এই নতুন নিয়মে কোম্পানিগুলিকে তাদের কর্মীদের ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে। যদি এর ফলে কোনও কোম্পানির অতিরিক্ত খরচ হয়, তাহলে তা সরকার বহন করবে বলে জানিয়েছেন তিনি। যোগীর মতে, এর মাধ্যমে শ্রমিকদের যথোপযুক্ত সম্মান, কর্ম নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত থাকবে।

Advertisement

​লখনউতে তিন দিনের ‘রোজগার মহাকুম্ভ ২০২৫’-এর উদ্বোধনে গতকাল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার ক্ষেত্রে দেশের মধ্যে উত্তরপ্রদেশই প্রথম রাজ্য। তিনি বলেন, রাজ্যের যুব সমাজ হল অফুরন্ত শক্তির ভান্ডার। উত্তরপ্রদেশের সবচেয়ে বড় শক্তি এই তরুণ সমাজ। বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, একসময় কাজের খোঁজে মানুষকে অন্য রাজ্যে যেতে হত। এখন পরিস্থিতি বদলেছে। আজ উত্তরপ্রদেশের মেধা দেশ ও দশ ছাড়াও বিশ্বজুড়ে নিজের আসন তৈরি করে নিতে পেরেছে।

​যোগী আদিত্যনাথ বলেন, গত আট বছরের সুপরিকল্পিত প্রচেষ্টায় এই পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি ‘রোজগার মহাকুম্ভ’-কে তরুণ এবং শিল্পক্ষেত্রের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, এই অনুষ্ঠানটি শুধুমাত্র রাজ্যের চাকরিপ্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য নয়। বরং একই ভাবে তা নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রশিক্ষণ ও নানা কোর্সের সঙ্গে পরিচিতির জন্যও গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করেন, শ্রমিকরা তাঁদের ন্যায্য অধিকার পেলে রাজ্য এবং দেশ উভয়ই উন্নতি করবে। আর এ পথেই ‘বিকশিত ভারত’ ও ‘বিকশিত উত্তরপ্রদেশ’-এর স্বপ্ন পূরণ হওয়া সম্ভব।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ