Advertisement
Advertisement

দুর্নীতির মামলা থেকে মুক্ত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা

ইয়েদুরাপ্পার মুক্তিতে দলের মধ্যে তাঁর প্রভাব আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে৷

Yeddyurappa bound to strengthen position in party
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 27, 2016 6:19 pm
  • Updated:October 27, 2016 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের বিশেষ সিবিআই আদালত প্রায় ৪০ কোটি টাকার খনি কেলেঙ্কারিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্য শাখার সভাপতি বি এস ইয়েদুরাপ্পাকে মুক্তি দিয়েছে৷ ইয়েদুরাপ্পার মুক্তিতে দলের মধ্যে তাঁর প্রভাব আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে৷ তাঁর সঙ্গে আরও ১২ জনকে নির্দোষ বলে রায় দিয়েছে বিশেষ আদালত। এই মামলায় ইয়েদুরাপ্পা ছিলেন প্রধান অভিযুক্ত। অন্যান্য অভিযুক্তদের মধ্যে ছিলেন ইয়েদুরাপ্পার দুই পুত্র রাঘবেন্দ্র ও বিজয়েন্দ্র এবং জামাতা সোহন কুমার।

Advertisement

২০১৮-র কর্নাটক বিধানসভা ভোটের আগে আদালতের এই রায় বিজেপিকে অনেকটাই অক্সিজেন দিল। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী থাকাকালীন অবৈধ খননে জড়িত বিভিন্ন সংস্থাকে নানান সুবিধা পাইয়ে দিয়েছেন তিনি। তার বিনিময়ে আর্থিক অনুদান পেত ইয়েদুরাপ্পার আত্মীয়ের সংস্থা। অবৈধ ভাবে খনন কাণ্ডে ৪০ কোটি টাকা ঘুষ লেনদেনেরও অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তৎকালীন লোকায়ুক্ত তাঁকে দোষী সাব্যস্ত করায় ২০১১-র আগস্টে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ইয়েদুরাপ্পা। তাঁকে জেলে যেতে হয়। এই মামলায় মোট ২১৬ জন সাক্ষীকে জেরা করা হয়। তবে নির্দোষ প্রমাণিত হওয়ার পর রাজ্যের প্রশাসনিক পদে বসতে তাঁর আর কোনও বাধা রইল না৷

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement