সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছিল তিন সন্তান। তাই তাদের বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সঙ্গারেড্ডি জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম রাজিথা (৪৫)। বৈবাহিক জীবনে সে একেবারেই খুশি ছিল না। নতুনভাবে নিজের জীবন শুরু করতে চাইছিল রাজিথা। পুলিশ সূত্রে আরও খবর, সম্প্রতি নিজের স্কুলের পুনর্মিলন অনুষ্ঠানে সে গিয়েছিল। সেখানে তার সঙ্গে পুরনো এক সহপাঠীর দেখা হয়। শুরু হয় তাদের কথাবার্তা। ক্রমে সেই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রাজিথার। প্রেমিকের সঙ্গেই নতুন করে ঘর বাঁধতে চেয়েছিল সে। কিন্তু তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছিল রাজিথার তিন সন্তান। অভিযোগ, এরপরই তাদের খুনের পরিকল্পনা করে রাজিথা।
পুলিশের তরফে জানা গিয়েছে, রাতের বেলা সন্তানদের খাবারে বিষ মিশিয়ে দেয় রাজিথা। ওই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়ে তিন শিশু। পরদিন সকালে রাজিথার স্বামী ছেনায়া অচৈতন্য অবস্থায় তিন সন্তানকে উদ্ধার করেন। পেটের যন্ত্রণায় সেখানে ছটফট করছিলেন রাজিথাও। ছেনায়া তিন সন্তান এবং স্ত্রীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত বলে ঘোষণা করেন। তাদের নাম সাই কৃষ্ন (১২), মধু প্রিয়া (১০) এবং গৌতম (৮)।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, ছেনায়াই গোটা ঘটনাটি ঘটিয়েছেন। কিন্তু তদন্ত আরও এগোতেই বোঝা যায় এর নেপথ্যে রয়েছে রাজিথা স্বয়ং। পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে। তবে রাজিথার প্রেমিকের এখনও পর্যন্ত কোনও হদিশ পাওয়া যায়নি। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.