Advertisement
Advertisement
Pakistan-Saudi Defence Pact

শক্তিশালী সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের, ‘নজর রাখছে ভারত’, বিবৃতি বিদেশমন্ত্রকের

পাকিস্তানের উপর হামলার অর্থ তাদের উপরেও হামলা, বুধবার জানাল সৌদি আরব।

Will study implications for our national security: India on Pakistan and Saudi defence pact
Published by: Kishore Ghosh
  • Posted:September 18, 2025 9:50 am
  • Updated:September 18, 2025 10:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার পশ্চিম এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান। যার পর দুই দেশের তরফে জানানো হয়, কোনও এক পক্ষের উপর হামলা হলে তা উভয়ের উপর আঘাত হিসাবে ধরা হবে। বলা বাহুল্য, এই চুক্তিতে চাপ বাড়ল নয়াদিল্লির উপর। বৃহস্পতিবার এই বিষয়ে এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানাল, পাকিস্তান-সৌদি আরব ঘনিষ্ঠতার উপর নিবিড় নজর রাখছে নয়াদিল্লি। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করা হবে। কূটনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, ‘অপারেশন সিঁদুরে’র পর ভারতের ভয়ে কাঁটা ইসলামাবাদ। কার্যত সৌদিকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছে তারা।

Advertisement

বুধবার সৌদি আরবে সে দেশের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরপরেই দুই দেশ ‘কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল বলেন, “বিষয়টিকে (সৌদি-পাক প্রতিরক্ষা চুক্তি) আমরা জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক (এশীয়) ও গ্লোবাল স্বার্থের কথা ভেবেও নজর রাখছি। ভারত সরকার জাতীয় স্বার্থ রক্ষা এবং সকল ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সম্প্রতি দোহায় অনুষ্ঠিত হয় পাকিস্তান, সৌদি আরব-সহ ৪০টি ইসলামিক দেশের এক শীর্ষ সম্মেলন। সেখানেই উভয়পক্ষ প্রতিরক্ষা চুক্তির বিষয়ে একমত হয়েছে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের উপর ইজরায়েলের হামলার পরেই ‘ন্যাটো’র মতো জোট গঠনের উপর জোর দিয়েছিলেন ইসলামিক দেশগুলির রাষ্ট্রনেতারা। উল্লেখ্য, পাকিস্তানই একমাত্র ইসলামিক দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। যদিও সৌদি আরব-সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আর্থিক শক্তি ভারতের বিপদ বাড়াতে যথেষ্ট। ফলে সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি দিল্লির জন্য মাথাব্যথার কারণ।  

সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, পাকিস্তানের সঙ্গে চুক্তির পর সৌদি আরবের তরফে বিবৃতি বলা হয়েছে, “দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করা হচ্ছে। যে কোনও ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ ভাবে লড়বে সৌদি আরব এবং পাকিস্তান।” উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত এবং পাকিস্তানের মধ্যে চার দিন ধরে সামরিক সংঘাত চলে। এরপর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার চেষ্টা করছে পাকিস্তান। এই আবহে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement