সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেন, রাহুল গান্ধী (Rahul Gandhi) কিছুই শোনেন না। বৃহস্পতিবার উত্তরাখণ্ডে (Uttarakhand) প্রচারে গিয়ে পালটা দিলেন রাহুল। বললেন, “মোদির কথা কেন শুনব।” তিনি কিছু শোনেন না বলে মোদি আসলে কী বোঝাতে চেয়েছেন, তাও এদিন দলের সমর্থকদের বোঝান কংগ্রেস নেতা। বলেন, “আসলে আমাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে দিয়ে চাপ দেওয়া যাচ্ছে না।”
উল্লেখ্য, সম্প্রতি সংসদে নিজের ভাষণে বেকারত্ব ও ভারত-চিন সম্পর্ক নিয়ে রাহুল গান্ধী বেশ কিছু প্রশ্ন তোলেন। সেই প্রসঙ্গে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বুধবার মোদি বলেন, “আমি সমস্ত বিষয়ে তথ্য-সহ উত্তর দিয়েছি। বেশ কিছু বিষয়ে উত্তর দিয়েছে কেন্দ্রের বিদেশ মন্ত্রক (External Affairs Ministry) ও প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) । কিন্তু একজন মানুষকে আমি উত্তর দেব কীভাবে, যে কিছু শোনে না, সংসদ কক্ষেও বসে না।” এদিন কংগ্রেসের জনসভায় রাহুল গান্ধী বলেন, “প্রধানমন্ত্রী মোদি যে বলেছেন রাহুল গান্ধী শোনেন না। এর অর্থ কী জানেন? ইডি (ED) এবং সিবিআই (CBI) রাহুল গান্ধীর উপর কোনও প্রভাব ফেলতে পারে না। তিনি এটাই বলতে চেয়েছেন।”
[আরও পড়ুন: উত্তরপ্রদেশ কেরল হলে ভালই হত! যোগীকে খোঁচা বিজয়নের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.