Advertisement
Advertisement
Assam

ঘর নয়, যেন রত্নভাণ্ডার! অসমে সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার কোটি টাকা, গয়না

বড়সড় জমি দুর্নীতিতে জড়িত ওই এসিএস আধিকারিক।

Wealth worth 2 crore found from Assam govt employee house
Published by: Anwesha Adhikary
  • Posted:September 16, 2025 2:12 pm
  • Updated:September 16, 2025 2:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি তো নয়, যেন রত্নভাণ্ডার! অসমের সার্কেল অফিসের বাড়িতে তল্লাশি চালিয়ে অন্তত ১ কোটি টাকা উদ্ধার হয়েছে। সঙ্গে আরও ১ কোটি টাকার গয়নাও মিলেছে তল্লাশিতে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই এসিএস (অসম সিভিল সার্ভিস) আধিকারিককে। জানা গিয়েছে, মাত্র ৬ বছর আগে এসিএস হিসাবে কাজে যোগ দিয়েছিলেন তিনি।

Advertisement

অভিযুক্ত আধিকারিকের নাম নুপূর বোরা। বর্তমানে তিনি কামরূপ জেলার গরইমারির সার্কেল অফিসার হিসাবে কর্মরত। তবে মাসছয়েক ধরে তাঁর বিরুদ্ধে জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে হিন্দু মালিকানাধীন জমি বেআইনিভাবে অন্যদের হাতে তুলে দিয়েছেন নুপূর, এমন অভিযোগ এনেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা স্বয়ং। তারপরেই নুপূরের বাড়িগুলিতে তল্লাশি চালায় মুখ্যমন্ত্রীর বিশেষ ভিজিল্যান্স সেল।

জানা গিয়েছে, সবমিলিয়ে ২ কোটি টাকারও বেশি সম্পদ উদ্ধার হয়েছে নুপূরের বাড়ি এবং ভাড়াবাড়ি থেকে। নুপূরের গুয়াহাটির বাড়িতেই লুকনো ছিল ৯২ লক্ষ টাকা এবং ১ কোটি টাকা মূল্যের গয়না। বরপেটায় তাঁর একটি ভাড়াবাড়ি থেকে আরও ১০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশপাশি নুপূরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ৩৬ বছর বয়সি নুপূর আদতে অসমের গোলাঘাটের বাসিন্দা। ২০১৯ সালে তিনি এসিএস হিসাবে কাজে যোগ দিয়েছিলেন। ইংরাজি নিয়ে পড়াশোনা করা নুপূর এসিএস হওয়ার আগে লেকচারার হিসাবে কাজ করতেন। এসিএস হিসাবে তাঁর প্রথম পোস্টিং ছিল করবি অ্যাংলংয়ের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে। ২০২৩ সালের জুন মাসে তিনি কামরূপে বদলি হন। কামরূপে গিয়েই বড়সড় জমি দুর্নীতিতে জড়িয়ে পড়েন নুপূর। অধস্তনদের সঙ্গে মিলে একাধিক জমির বেআইনি হস্তান্তর করেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ