সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক। ওই বৈঠকে দেশের প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের যোগ দেওয়ার কথা। সূত্রের খবর, এই বৈঠকে থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও যোগ দেবেন না বলেই খবর।
কী কারণে নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী যোগ দেবেন, তার কোনও সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, এর আগের নীতি আয়োগের বৈঠকের তিক্ত অভিজ্ঞতাকে দায়ী করেছেন। গতবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁকে গুরুত্বপূর্ণ কথা বলতে দেওয়া হয়নি। বক্তব্যের মাঝপথে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে কক্ষ ত্যাগ করেন মুখ্যমন্ত্রী। যদিও কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর বক্তব্যের বিরোধিতা করেন। মাইক বন্ধের অভিযোগ নস্যাৎ করে দাবি করেন, বাংলার মুখ্যমন্ত্রীকে বরাদ্দ সময় পর্যন্ত বলতে দেওয়া হয়েছিল। তবে সেদিনই বাংলার মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না। সম্ভবত সে কারণে এবারের নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দিচ্ছেন না।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলায় প্রায় হারান নিরীহ ২৬ জন। পালটা জবাবে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে কার্যত জবুথবু পাকিস্তান। এই পরিস্থিতিতে প্রথমবার দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। তাই কী বার্তা দেন মোদি, সেদিকে এখন নজর সকলের। বলে রাখা ভালো, এবারের নীতি আয়োগ বৈঠকের মূল আলোচ্য বিষয় বিকশিত রাজ্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.