সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল ৬৮তম সাধারণতন্ত্র দিবস। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিশেষ অতিথি শেখ মহম্মদ জায়েদ আল নাহ্য়ান, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর, কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও সশস্ত্র বাহিনীর তিন প্রধান সহ বহু বিশিষ্ট ব্যক্তিদের সামনে এদিন প্রথামাফিক শক্তি প্রদর্শন করল সেনাবাহিনীর পদাতিক, নৌ ও বায়ুসেনা।
সেনাবাহিনীর ভাঁড়ারে যে সমস্ত অস্ত্র রয়েছে, এদিন কুচকাওয়াজে তার প্রদর্শন করে সেনাবাহিনীর জওয়ানরা। ব্রহ্মস মিসাইল, অর্জুন ট্যাঙ্ক, ভীষ্ম ট্যাঙ্ক, পিনাক মাল্টিপল রকেট লঞ্চার, রেডার, মিগ বিমান-সহ দেশের সেরা সমরাস্ত্রের সুসজ্জিত প্রদর্শনী আরও একবার দেশবাসীকে গর্বে ভরিয়ে তুলল।
দেখে নিন আজকের অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও…
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.