Advertisement
Advertisement
Election Commission

আর মোবাইল নিয়ে ভোট দিতে যাওয়া নয়, ভোটকেন্দ্রেই বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের

অতীতে বহুবার দেখা গিয়েছে ভোটদানের সময়কার ছবি অনেকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন ভোটাররা।

Voters have to deposit mobile phones at polling booths, says Election Commission
Published by: Subhajit Mandal
  • Posted:May 24, 2025 6:31 pm
  • Updated:May 24, 2025 6:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ নয়। ভোটকেন্দ্রের ভিতরের ছবি ভিডিও ফাঁস হওয়া রুখতে বড়সড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। তবে মোবাইল নিয়ে ভোটারদের যাতে কোনও সমস্যা না হয়, সেটাও নিশ্চিত করতে চাইছে কমিশন। সেজন্য ভোটকেন্দ্রে মোবাইল রাখার আলাদা ব্যবস্থাও থাকছে।

Advertisement

আসলে অনেক ভোটারই মোবাইল ফোন নিয়ে ভোট দিতে যান এবং ইভিএমের বোতাম টেপার সময়কার ছবি বা ভিডিও তলে তোলে সমাজমাধ্যমে দেন। এই প্রবণতা ঠেকাতে উদ্যোগী হলো কমিশন। পোলিং স্টেশনের বাইরে একটি জায়গার ব্যবস্থা করা হবে যেখানে ভোটাররা তাঁদের মোবাইল ফোন জমা রেখে বুথে যেতে পারবেন। তার জন্য প্রতিটি পোলিং স্টেশনের বাইরে নির্দিষ্ট একটি জায়গা থাকবে এবং চটের ব্যাগ রাখা থাকবে। মোবাইল ফোনগুলি যাতে সুরক্ষিত থাকে তার জন্য একজনকে নিয়োগ করা হবে। পুরোটাই হবে নিখরচায়।

অতীতে বহুবার দেখা গিয়েছে ভোটদানের সময়কার ছবি অনেকে সোশাল মিডিয়ায় দিয়ে দিচ্ছেন। আবার ভোটকেন্দ্রের ভিতরের ছবি বাইরে চলে আসাটা ভোটারদের গোপনীয়তা এবং ভোটকর্মীদের নিরাপত্তার জন্যও বিপজ্জনক। তাই ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া বন্ধ করতে উদ্যোগী হয় কমিশন। আবার ভোটারদের ফোন আনায় নিষেধাজ্ঞাও জারি করা যাবে না। সেক্ষেত্রে ভোটদানের হার কমে যেতে পারে। তাই ভোটকেন্দ্রেই মোবাইল রাখার আলাদা ব্যবস্থা করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ