Advertisement
Advertisement
Narendra Modi

ট্রাম্পের পর ফোনে জন্মদিনের শুভেচ্ছা পুতিনের, ধন্যবাদ জানিয়ে ‘ইউক্রেন’ বার্তা মোদির

গতকালই ফোন করে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

Vladimir Putin calls Narendra Modi on his birthday

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 17, 2025 8:20 pm
  • Updated:September 17, 2025 8:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার জন্মদিনে মোদিকে ফোনও করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ফোন করে পুতিন শুভেচ্ছা জানান। সেই বিষয়টি এক্স হ্যান্ডেলে জানিয়ে মোদি বলেন, ইউক্রেন সমস্যা শান্তিপূর্ণভাবে মেটানোর জন্য ভারত সমস্তরকম সাহায্য করতে প্রস্তুত। উল্লেখ্য, গতকালই ফোন করে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

Advertisement

ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক-জন্মদিনে মোদিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি কেউই। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সরকার-বিরোধী সব নেতারাই। দীর্ঘদিনের ‘বন্ধু’ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘দেশের প্রধান হিসাবে আপনি প্রত্যেকের থেকেই সম্মান কুড়িয়েছেন। বিশ্বমঞ্চেও আপনি যথেষ্ট সমাদৃত। আপনার নেতৃত্বে ভারত নানা ক্ষেত্রে অসাধারণ উচ্চতায় গিয়েছে।’ পুতিনের কথায়, মোদির হাত ধরে রাশিয়া এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে চলেছে।

জন্মদিনের বার্তা দিয়েই থেকে থাকেননি রুশ প্রেসিডেন্ট। ‘বার্থডে বয়’ মোদির সঙ্গে কথা বলার জন্য ফোনও করেন তিনি। সেই ফোনালাপের বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘আমার ৭৫তম জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানানোর জন্য আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানাই। আমাদের দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেই সঙ্গে ইউক্রেন সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করতেও ভারত সর্বতোভাবে প্রস্তুত।’

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শাসকদলের নেতৃত্ব তো বটেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছায় ভরিয়েছেন বিরোধী দলের নেতারাও। একে একে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতেই মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। পালটা ‘বন্ধু’ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন মোদিও। এবার পুতিনকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement