সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানার (Telangana) বিধানসভা নির্বাচনের আর বাকি মাত্র দুসপ্তাহ। এই পরিস্থিতিতে জোর ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবির ছাড়লেন জনপ্রিয় অভিনেত্রী বিজয়শান্তি। বিজেপির রাজ্য সভাপতি জি কিসান রেড্ডিকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, তিনি দলের সদস্যপদ ছাড়তে চান। সূত্রের দাবি, দু-এক দিনের মধ্যেই কংগ্রেসে যোগ দিতে চলেছেন তেলুগু চলচ্চিত্র জগতের ‘লেডি অমিতাভ’।
বিজয়শান্তি যে এমন সিদ্ধান্ত নিতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু গত কয়েক মাস ধরেই তৈরি হয়েছিল। কেননা দক্ষিণী অভিনেত্রী দলীয় কর্মসূচিতে সেভাবে অংশ নিচ্ছিলেন না। অবশেষে জল্পনা সত্যি করে দল ছাড়লেন বিজয়শান্তি (Vijayashanthi)।
তেলুগু ছবির জনপ্রিয় অভিনেত্রী রাজনীতিতে পা রাখেন সিকি শতক আগে, ১৯৯৮ সালে। তাঁর প্রথম দল বিজেপি হলেও পরে তিনি নিজের দল গড়েছিলেন। সেই দল ‘তাল্লি তেলেঙ্গানা’ পরে যোগ দেয় কেসিআরের দলে। যদিও সেই সম্পর্কও টেকেনি। কংগ্রেসে যোগ দেন তিনি। কিন্তু সেখানেও তাঁর অবস্থান স্থায়ী হয়নি। ২০২০ সালে বিজেপিতে ফেরেন বিজয়শান্তি। যদিও তার আগের বছরই মোদির সঙ্গে ‘জঙ্গির মতো দেখতে’ বলেছিলেন তিনি। এবার তিন বছর যেতে না যেতেই ফের বিজেপি (BJP) ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী। এখন দেখার তিনি পদ্ম শিবির ছেড়ে হাত শিবিরে যোগ দেন কিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.