সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির তৈরিতে সরাসরি সংসদের হস্তক্ষেপ চাইলেন বিশ্ব হিন্দু পরিষদ প্রধান প্রবীণ তোগাড়িয়া। তাঁর দাবি, সংসদে আইন প্রণয়ন করে রাম মন্দির তৈরি করা উচিত কেন্দ্রের।
রবিবার আহমেদাবাদে ‘ভারত হিন্দু সম্মেলন’-এ যোগ দিয়ে এই কথা বলেন প্রবীণ তোগাড়িয়া। তিনি মনে করিয়ে দেন, সর্দার প্যাটেলও পার্লামেন্টের রাস্তা ধরেই গুজরাটে সোমনাথ মন্দির তৈরি করেছিলেন। পাশাপাশি, সংখ্যালঘু ছেলেমেয়েদের পড়াশোনার জন্য কেন অতিরিক্ত অর্থ ব্যয় করছে, সেই বিষয়েও কেন্দ্রকে একহাত নিয়েছেন তোগাড়িয়া। বরং কঠোর হাতে সংখ্যালঘুদের জন্মহার নিয়ন্ত্রণ করুক কেন্দ্র, দাবি তুলেছেন বিশ্ব হিন্দু পরিষদ প্রধান।
এর পাশাপাশি, বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে প্রবেশ রুখতে কেন্দ্রের কড়া পদক্ষেপ ও আগামী ছ’মাসের মধ্যে ভারত থেকে অবৈধ বাংলাদেশি নাগরিকদের বহিষ্কার করারও দাবি তুলেছেন তোগাড়িয়া।
Great Response to the HINDU FIRST big rally in Karnavati (Ahmedabad).
— Dr Pravin Togadia (@DrPravinTogadia)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.