অভিযুক্ত নয়না ও তাঁর প্রেমিক আশিস মিশ্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকের সঙ্গে মিলে নৃশংসভাবে স্বামীকে খুন করে ইতিমধ্যেই সংবাদ শিরোনামে উঠে এসেছেন মুসকান, সোনম। এবার সেই ছবিই দেখা গেল উত্তরপ্রদেশে। প্রেমিকের সঙ্গে ঘর বাঁধায় বাধা হয়ে উঠেছিল স্বামী ও সন্তান। যার জেরে দুই সন্তানের খাবারে বিষ দিয়ে হত্যার চেষ্টার পর স্বামীকেও খুনের ষড়যন্ত্রের অভিযোগ উঠল স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। এলোপাথাড়ি ছুরির কোপ খাওয়ার পরও কোনওমতে পালিয়ে পুলিশের দ্বারস্থ হলেন স্বামী। এই ঘটনায় গত শুক্রবার নয়না শর্মা ও তাঁর প্রেমিক আশিস মিশ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহিলার স্বামী গোপাল মিশ্রর অভিযোগ অনুযায়ী, ৭ বছর আগে সম্ভলের আদমপুর গ্রামের বাসিন্দা গোপালের সঙ্গে বিয়ে নয়নার। তাঁদের দুই সন্তান রয়েছে একজনের বয়স ৪ বছর ও অন্যজনের দেড় বছর। বিয়ের পর নিজের বাপের বাড়ির এলাকার বাসিন্দা আশিসের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন নয়না। একাধিকবার আপত্তিকর অবস্থায় ধরাও পড়েন তারা। লোকলজ্জার খাতিরে গোপাল বারবার স্ত্রীকে বোঝান ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য। তাতে কাজ হয়নি। কিছুদিন আগে প্রেমিকের সঙ্গে ঘর ছাড়েন নয়না। তবে ধরা পড়ার পর পরিবারের চাপে স্বামীর ঘরে ফিরে আসতে বাধ্য হন। এর পরই স্বামী ও সন্তানদের হত্যার ষড়যন্ত্র করেন নয়না ও তাঁর প্রেমিক।
অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুন নিজের দুই সন্তানের খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করেন নয়না। তবে সে চেষ্টা ব্যর্থ হয়। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাণে বেঁচে যায় দুজন। ধরা পড়ার ভয়ে বাড়ি ছেড়ে পালান নয়না। এরপর প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষেন। গত ২ জুলাই রাতে সন্তানদের সঙ্গে নিজের ঘরে ঘুমোচ্ছিলেন গোপাল। সেই সময় প্রেমিকের সঙ্গে সেই ঘরে ঢোকে নয়না। কিছু বুঝে ওঠার আগেই গোপালের মুখে বালিস চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেন নয়না। অন্যদিকে ছুরির কোপ মারতে থাকেন তাঁর প্রেমিক আশিস। গোপালের চিৎকারে আশেপাশের লোকজন চলে এলে, সেখান থেকে পালায় দুই অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় গোপালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় পরদিনই থানায় অভিযোগ দায়ের করেন গোপাল। স্ত্রীর হাত থেকে বাঁচতে নিরাপত্তার দাবি জানান। গোটা ঘটনার তদন্তে নেমে গত শুক্রবার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাঁদের আদালতে পেশ করা হলে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.