Advertisement
Advertisement
Uttar Pradesh

স্বামীর সঙ্গে বিবাদের জের! ৩ সন্তানকে নিজের শরীরে বেঁধে খালে ঝাঁপ মহিলার

গ্রেপ্তার করা হয়েছে মৃতার স্বামীকে।

Uttar Pradesh Woman Jumps Into Canal With 3 Children, Bodies Found Tied Together

ফাইল ছবি।

Published by: Subhodeep Mullick
  • Posted:August 10, 2025 3:45 pm
  • Updated:August 10, 2025 3:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর সঙ্গে বিবাদের জের! তিন সন্তানকে নিজের শরীরে বেঁধে খালে ঝাঁপ দিলেন এক মহিলা। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার রিসৌরা গ্রামে। ইতিমধ্যেই চারজেনর দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মৃতের স্বামীকেও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরে মহিলার সঙ্গে তাঁর স্বামীর বিবাদ চলছিল। শুক্রবার রাতে তা চরমে পৌঁছয়। অভিমানে সেদিন গভীর রাতেই তিনি তাঁর তিন সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। যদিও ঘুমে আচ্ছন্ন থাকায় পরিবারের কেউই তা টের পাননি। এরপর শনিবার সকালে তাঁদের খোঁজ না মিলতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাঁদের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে সামনের একটি খালে মহিলার চুরি এবং জুতো ভাসতে দেখা যায়। এরপরই খবর দেওয়া হয় পুলিশ। অবশেষে দীর্ঘক্ষণ খালে তল্লাশির পর চারজনের দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মহিলা নিজের শরীরে সন্তানদের বেঁধে খালে ঝাঁপ দিয়েছিলেন। 

পুলিশের এক আধিকারিক বলেন, “খালের জলস্তর কমিয়ে সেখানে ডুবুরি নামানো হয়। পাঁচ-ছ’ঘণ্টা তল্লাশির পর চারজনের দেহ উদ্ধার হয়। মহিলার শরীরের সঙ্গে তিন সন্তান কাপড় দিয়ে বাঁধা ছিল। মনে করা হচ্ছে, স্বামীর সঙ্গে বিবাদের জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নেন।”   

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ