Advertisement
Advertisement
Uttar Pradesh

‘রাজা রঘুবংশীর মতো পরিণতি চাই না’, সদ্যবিবাহিতা স্ত্রী প্রেমিকের সঙ্গে পালাতেই হাঁফ ছাড়লেন স্বামী

স্ত্রীর ইচ্ছেতেই মান্যতা দিলেন যুবক।

Uttar Pradesh woman elopes with lover and husband says spared from Raja Raghuvanshi-like fate
Published by: Kishore Ghosh
  • Posted:June 17, 2025 8:44 pm
  • Updated:June 17, 2025 8:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে ক’দিনের মধ্যে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন সদ্যবিবাহিতা স্ত্রী। তরুণীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া তো দূর, বরং স্ত্রীর সিদ্ধান্তকেই স্বাগত জানালেন উত্তরপ্রদেশের বাদাউনের বাসিন্দা স্বামী। তাঁর কথায়, ‘ভালোই হয়েছে, আরেক জন রাজা রঘুবংশী হতে চাই না আমি।’

Advertisement

গত ১৭ মে খুশবুর সঙ্গে বিয়ে হয় সুনীলের। পরদিন নিয়ম মতো শ্বশুরবাড়িতে যান খুশবু। নয় দিন সেখানে থাকার পর দ্বিরাগমনে বাপের বাড়িতে ফেরেন। এরপরই প্রেমিকার সঙ্গে পালিয়ে যান। খুশবু নিখোঁজ হয়েছেন খবর পেয়ে স্থানীয় থানায় অভিযোগ জানান সুনীল। গত সোমবার নিজেই থানায় এসে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন খুশবু। তিনি বলেন, ‘আমি প্রেমিকের সঙ্গেই ঘর করতে চাই।’ সদ্যবিবাহিতা স্ত্রীর এই ইচ্ছেতেই মান্যতা দিয়েছেন সুনীল।

এই বিষয়ে সুনীল বলেন, ‘স্ত্রী বাপের ফেরার পর মধুচন্দ্রিমার পরিকল্পনা করছিলাম আমি। যদিও প্রেমিকের সঙ্গেই থাকতে চায় ও। আমি খুশি। আরেক জন রাজা রঘুবংশী হওয়া থেকে বেঁচে গিয়েছি। আমরা তিনজনই খুশি। আমার খুশবু আর ওর প্রেমিক ভালোবাসা ফিরে পেয়েছে। খারাপ কিছু ঘটা থেকে আমিও বেঁচে গিয়েছি।’ পুলিশ সূত্রে খবর, থানায় খুশবু আর সুনীলের শান্তিপূর্ণ সমঝোতা হয়েছে। বিয়ের পাওয়া গয়নাগাটি ফিরিয়ে দিয়েছেন তরুণী। উভয়পক্ষই আইনি পদক্ষেপ করতে চায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ