হেমন্ত মৈথিল, লখনউ: ক্রমশ ভারতের ‘গ্রোথ ইঞ্জিন’ হয়ে উঠছে উত্তরপ্রদেশ। দেশের সমস্ত রাজ্যের মধ্যে বিনিয়োগে এগিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য। ২০২৫-‘২৬ অর্থবর্ষে ভারতের মোট মূলধন ব্যয়ের ১৬.৩% শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকেই হবে বলেই অনুমান করা হচ্ছে। যোগীর নেতৃত্বে টানা দু’বছর সবোর্চ্চ বিনিয়োগে উত্তরপ্রদেশ গোটা ভারতবর্ষের মধ্যে শীর্ষস্থানে রয়েছে।
ব্যাঙ্ক অফ বরোদার সাম্প্রতিক বয়ান অনুযায়ী, দেশের ২৬টি রাজ্যের মোট মূলধনী ব্যয় ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ১০.২ লক্ষ কোটি টাকাতে পৌঁছতে পারে। যা গত অর্থবর্ষে ছিল
৮.৭ লক্ষ কোটি টাকা। এই প্রতিবেদনের তথ্য অনুসারে, উত্তরপ্রদেশ (১৬.৩%), গুজরাট (৯.৪%), মহারাষ্ট্র (৮.৩%), মধ্যপ্রদেশ (৮.১%) এবং কর্ণাটক (৭.৬%)- এই পাঁচটি রাজ্য সম্মিলিতভাবে দেশের মোট মূলধনী ব্যয়ের ৫০% -এর বেশি।
ইতিমধ্যেই লজিস্টিক হাব নির্মাণ, এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দরগুলির মতো বড় বড় প্রকল্পের কাজে যোগীরাজ্যে বিনিয়োগ হয়েছে। এমনকী গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩-এর প্রস্তাবগুলিও বাস্তবায়িত হওয়ার পথে। যোগীরাজ্যের এই সার্বিক উন্নয়নে রাজ্যে প্রচুর কর্মসংস্থান তৈরি হয়েছে কয়েক বছরে। রাজ্যের অর্থনৈতিক বিকাশ ও পরিকাঠামোগত উন্নয়নে জোয়ার এনেছেন যোগী আদিত্যনাথ। এই গতি অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে দেশের অর্থনীতিতে শীর্ষস্থানে থাকবে উত্তরপ্রদেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.