হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে ২০২৫ সালের দীপোৎসব উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলার প্রস্তুতি। পর্যটন বিভাগের পক্ষ থেকে ১৯ অক্টোবর অযোধ্যায় আতশবাজি প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। দূষণ ব্যতিরেকেই পরিবেশ-বান্ধব এই আয়োজনে রয়েছে দারুণ চমক।
দীপোৎসব ২০২৫-এ সরযু নদীর ঘাটে এবং রাম কি পৌড়িতে ২৬ লক্ষের বেশি প্রদীপ জ্বালানো হবে। এই আলোর উৎসবে রামের অযোধ্যায় আগমনকে স্মরণ করা হয়ে থাকে। এ বছর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে দূষণ-মুক্ত সবুজ আতশবাজির প্রদর্শনী। ১০ মিনিটের প্রদর্শনীটি আন্তর্জাতিক মানের হবে। এতে আতশবাজির সঙ্গে লেজার লাইট এবং আধুনিক কোরিওগ্রাফি দেখা যাবে।
পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং বলেন, “মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্বপ্নের দীপোৎসবকে আরও ঐশ্বরিক ও জমকালো করতে প্রস্তুতি শুরু হয়েছে। এই বছর ২৬ লক্ষের বেশি প্রদীপ এবং আন্তর্জাতিক মানের দূষণ মুক্ত আতশবাজি দিয়ে আমরা অযোধ্যার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরব।”
পর্যটন ও সংস্কৃতি বিভাগের প্রধান সচিব মুকেশ কুমার মেশরাম বলেন, “এ বছরের দীপোৎসব ২০২৫ ঐতিহ্য এবং আধুনিকতার এক সুন্দর মেল বন্ধন তৈরি করবে। পরিবেশ-বান্ধব আতশবাজির মাধ্যমে আমরা প্রতিটি ভক্তের কাছে পরিবেশ সুরক্ষার বার্তা পৌঁছে দেব এবং অযোধ্যার ঐতিহ্যকে বিশ্বমঞ্চে উপস্থাপন করব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.