Advertisement
Advertisement
Uttar Pradesh

জমি বিবাদে নৃশংস ‘খুন’ উত্তরপ্রদেশে, মা-বাবা এবং বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে মারল যুবক!

খুন করে পলাতক যুবক।

Uttar Pradesh Man Hacks Parents and Sister With Axe
Published by: Kishore Ghosh
  • Posted:July 27, 2025 6:03 pm
  • Updated:July 27, 2025 6:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি বিবাদে ভয়ংকর হত্যাকাণ্ড উত্তরপ্রদেশের গাজিপুর জেলার। কুড়ুল দিয়ে বাবা-মা এবং বোনকে খুন করে পলাতক যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্তের।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে গাজিপুর জেলার দিলিয়া গ্রামে। দীর্ঘদিন ধরেই সম্পত্তির ভাগাভাগি নিয়ে অশান্তি চলছিল পরিবারে। এদিন একই বিষয়ে বচসার পরে ধারাল কুড়ুল দিয়ে মা-বাবা এবং বোনকে কুপিয়ে হত্যা করেন যুবক। দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালান অভিযুক্ত। খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নিহতদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যদিও পলাতক অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশে পারিবারিক বিবাদে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে। চলতি মাসের শুরুতে কাসগঞ্জে প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে নয় সন্তানের জননী রিনা তাঁর স্বামীকে হত্যা করে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রিনা ও প্রেমিক হানিফকে। এবার গাজিপুর জেলায় নৃশংস হত্যাকাণ্ড ঘটল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ