Advertisement
Advertisement
Yogi Adityanath

‘উন্নয়ন বিরোধী’ সমাজবাদী পার্টি, গণতন্ত্রের শত হস্ত দূরে অখিলেশের দল, বিধানসভায় তোপ যোগীর

বিধানসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে সমাজবাদী পার্টির তীব্র সমালোচনা করেন যোগী।

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has strongly criticized the Samajwadi Party in the ongoing monsoon session of the Assembly
Published by: Hemant Maithil
  • Posted:August 12, 2025 12:30 pm
  • Updated:August 12, 2025 12:30 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে সমাজবাদী পার্টির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দিনের পর দিন গণতন্ত্রের আড়ালে নিজেদের গুন্ডামি ও জুলুম চালিয়ে এসেছে সমাজবাদী পার্টি। ক্ষমতায় থাকাকালীন তারা ব‍্যবসায়ীদের ওপর ‘গুন্ডা ট্যাক্স’ চাপিয়ে দিতেন। ফলে রাজ্যে কোনও শিল্প তৈরি হত না।

Advertisement

অধিবেশনে যোগী আদিত্যনাথ বলেন, সমাজবাদী পার্টির বহু দুষ্কর্মের প্রমাণ মেলে সম্বলে। এমনকী তারা বাহরাইচ ও গোরক্ষপুরের উন্নয়নকেও বাধাগ্রস্ত করার চেষ্টা করে চলেছে। বিরোধী দলনেতা মাতা প্রসাদ পাণ্ডেকে তিনি পরামর্শ দিয়ে বলেন, “আপনি একজন প্রবীণ নেতা। দয়া করে অন্যদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহৃত হবেন না।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, সমাজবাদী পার্টি গোরক্ষপুর হেরিটেজ করিডোর প্রকল্পের বিরোধিতায় নেমেছে। অথচ এই প্রকল্পের আওতায় শহরের পুরোনো বাজার, ঘণ্টাঘর এবং গীতা প্রেসের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোকে যুক্ত করার চেষ্টা চলছে। উন্নয়ন বিরোধী এই দলকে তিনি অধিবেশনে নিন্দা জানান।

যোগী ইতিমধ্যেই নিজে গোরক্ষপুরের বাজার পরিদর্শন করে সকল ব‍্যবসায়ীর সঙ্গে কথা বলেন। দীর্ঘদিন ধরে ওই এলাকায় যানজট ও অবৈধ জমি দখলের সমস্যা ছিল। এখন রাস্তা বড় করা হচ্ছে এবং যানজট কমানোর চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী বলেন, কোনও ব‍্যবসায়ী যাতে ক্ষতির শিকার না হন, তা নিশ্চিত করা হবে।

সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে যোগী বলেন, তাদের শাসনকালে গোরক্ষপুর ও তার আশপাশের এলাকায় এনসেফ্যালাইটিস রোগে প্রতি বছর ৭০০ থেকে ১৫০০ শিশু মারা যেত। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হত না। তিনি বলেন, “স্বাস্থ্য, শিক্ষা বা উন্নয়নকে কখনওই আপনারা অগ্রাধিকার দেননি।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, সমাজবাদী পার্টির শাসনের সময়কার ভয় এবং ‘গুন্ডা ট্যাক্স’-এর তিক্ত অভিজ্ঞতা এখনও ব‍্যবসায়ীরা ভোলেননি। তাই তারা মাতা প্রসাদ পাণ্ডের সাম্প্রতিক সফরকে সমর্থন করেননি।

যোগী বলেন, সমাজবাদী পার্টির নেতিবাচকতা দূর করতে তাঁর সরকার সম্বলে একটি ‘শুভ্রতা অভিযান’ চালাচ্ছে। তিনি আরও বলেন, “সমাজবাদী পার্টি আজও তাদের পুরোনো অভ্যাস ছাড়েনি এবং প্রতি পদক্ষেপে উন্নয়নের বিরোধিতা করে চলেছে।” তিনি জোর দিয়ে বলেন, বিজেপি এবং এনডিএ সরকার উন্নয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু সমাজবাদী পার্টি তা সহ্য করতে পারছে না। উন্নয়ন বিরোধী এই দলকে উত্তরপ্রদেশের মানুষ ইতিমধ্যেই বর্জন করেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ