Advertisement
Advertisement

৫০০ ও ১০০০ টাকার নোট চালু রাখার আর্জি অখিলেশের

সামনেই বিয়ের মরশুম!

Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav today asked the Centre to allow high denomination currency for expenditure in upcoming marriage season
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 9, 2016 5:39 pm
  • Updated:October 27, 2020 1:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে সামনেই বিয়ের মরশুম৷ বিয়ের খরচ মেটাতে রাজ্যজুড়ে ৫০০ ও ১০০০ টাকার নোট চালু রাখার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ আবার তাঁর কাছে রাজ্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আপাতত ব্যাঙ্কে ৫০০ ও ১০০০ টাকার নোটের লেনদেন চালু রাখার৷

Advertisement

সমাজবাদী পার্টি সরকারের মুখ্যমন্ত্রী অখিলেশ কেন্দ্রের কাছে আরজি জানিয়েছেন, কেন্দ্রের উচিত রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলিতে বিশেষ ক্যাম্পের আয়োজন করে ৫০০ ও ১০০০ নোট ভাঙিয়ে দেওয়া৷ কারণ, রাতারাতি ১০০ টাকার নোট ব্যাঙ্ক থেকে খুচরো করাতে গিয়ে ব্যাঙ্কগুলির পরিকাঠামো ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ গ্রামগুলিতে ব্যাঙ্কের অভাবের ছবিও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী৷ উত্তরপ্রদেশ সরকার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন, নয়া নিয়ম লাগু করার আগে কৃষক, গ্রামবাসী ও দরিদ্র মানুষের কথা ভেবে দেখতে৷ আসন্ন ফসল বিক্রি ও বিয়ের মরশুমের আগে সাধারণ মানুষ যেন কোনওভাবেই কেন্দ্রের এই সিদ্ধান্তে হয়রান না হন, সেদিকেও কেন্দ্রকে নজর রাখার পরামর্শ দিয়েছেন অখিলেশ৷

অন্যদিকে, উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল জাভেদ আহমেদ জানিয়েছেন, উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজার, ব্যাঙ্ক ও পোস্টঅফিসগুলির আশেপাশে বাড়তি পুলিশি প্রহরা মোতায়েন করা হয়েছে৷ এদিন সকাল থেকেই রাজ্যের একাধিক প্রান্তে পেট্রল পাম্প থেকে ৫০০ ও ১০০০ টাকার নোটের খুচরো না পেয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ জনতা৷

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস