সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নন, তিনি যেন স্নেহময় ‘দাদু’। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের তিন সন্তানের সঙ্গে দিব্যি খেলা আর খুনসুটিতে মেতে উঠলেন নরেন্দ্র মোদি। কোলে নিয়ে গল্প শোনানো থেকে ময়ূরের পালক উপহার-ভ্যান্সের সন্তানদের খেলার সাথী হয়ে উঠলেন প্রধানমন্ত্রী। তারই ফাঁকে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়েও ইতিবাচক আলোচনা হল মোদি-ভ্যান্সের।
সোমবার সকাল পৌনে ১০টা নাগাদ ভারতের মাটি ছোঁয় ভান্সের বিমান। দিল্লির বিমানবন্দরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং আমেরিকার সেকেন্ড লেডিকে স্বাগত জানানো হয় ভারতীয় নাচের ছন্দে। তবে নজর কেড়ে নেয় ভ্যান্সের সন্তানদের পোশাক। একেবারে খাঁটি ভারতীয় কুরতা-পাজামায় সেজে ভারতের মাটিতে নেমে পড়ে ভ্যান্সের দুই পুত্র বিবেক এবং ইওয়ান। ভারতীয় সংস্কৃতির ছোঁয়া ছিল ভ্যান্সকন্যা মিরাবেলের পোশাকেও। সোমবার রাতে সপরিবারে প্রধানমন্ত্রীর বাসভবনে যান ভ্যান্স।
PM Modi welcomes US Vice President JD Vance and Second Lady Usha Vance and their children to his official residence at Lok Kalyan Marg in Delhi
— ANI (@ANI)
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময়েও ভ্যান্সের তিন সন্তানের পরনে ছিল ভারতীয় পোশাক। ইওয়ানের পরনে কালো বন্ধগলা, বিবেক সেজেছিল কুর্তা এবং জহর কোটে। হালকা রঙের চুড়িদার পরেছিল ছোট্ট মিরাবেল। গাড়ি থেকে নেমেই প্রধানমন্ত্রীর সঙ্গে দিব্যি ভাব হয়ে যায় তিন খুদের। ভ্যান্স পরিবারকে নিজের বাসভবন ঘুরিয়ে দেখান প্রধানমন্ত্রী। তাঁর বাড়িতে গিয়ে রীতিমতো হুটোপাটিতে মাতে তিন খুদে। তাদের প্রত্যেককে ময়ূরের পালকও উপহার দেন প্রধানমন্ত্রী। ভ্যান্সের পরিবারের সঙ্গে মোদির সাক্ষাতের ভিডিও প্রকাশ্যে এসেছে।
| PM Modi welcomes US Vice President JD Vance and Second Lady Usha Vance and their children to his official residence at Lok Kalyan Marg in Delhi
— ANI (@ANI)
এসবের ফাঁকেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কথা হয় মোদি এবং ভ্যান্সের। জানা গিয়েছে, নয়াদিল্লির কথা মেনেই দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে বেশ ইতিবাচক আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। এছাড়াও নানা ক্ষেত্রে ভারত-আমেরিকা সম্পর্কের দৃঢ়তা বাড়ানো নিয়ে কথা হয়েছে তাঁদের। চলতি বছরের শেষের দিকে ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, এমন সম্ভাবনা তৈরি হয়েছে মোদি-ভ্যান্স বৈঠকের পর। মঙ্গলবার দিল্লি থেকে জয়পুর যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আমের ফোর্ট-সহ নানা স্থাপত্য ঘুরে দেখবেন তিনি। তারপর রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে বক্তৃতাও দেবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.