Advertisement
Advertisement
Bengalis attacked

নিউ ইয়র্ক টাইমসে বাঙালি আক্রান্তের খবর, মুখ পুড়ল বিজেপির!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রমাণিত হল বিশ্বের দরবারে।

US news paper New York Times published news of Bengalis attacked in India
Published by: Amit Kumar Das
  • Posted:August 18, 2025 2:19 pm
  • Updated:August 18, 2025 3:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ফের মুখ পুড়ল বিজেপির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সতর্ক করেছিলেন, বিজেপি বাংলাভাষী মানুষকে টার্গেট করছে, বাংলার অস্তিত্বকে আঘাত করছে। সেই সতর্কবার্তাই এবার বিশ্বের দরবারে প্রমাণিত হল। আমেরিকার প্রভাবশালী সংবাদপত্র ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ স্পষ্ট শিরোনামে জানিয়ে দিল, আজকের ভারতে বাংলাভাষী হওয়া মানেই ভয়। ১৫ আগস্ট পত্রিকার আন্তর্জাতিক সংস্করণে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রথম পাতার শীর্ষ সংবাদ ছিল— ‘দ‌্য রিস্ক অফ স্পিকিং বেঙ্গলি’। গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের আন্দোলনের ছবি-সহ ছাপা হয়েছে প্রতিবেদন। তুলে ধরা হয়েছে কীভাবে বিজেপির রাজনীতির জেরে দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষকে কেবল ভাষার কারণে হেনস্তা, নিপীড়ন, এমনকী দেশছাড়া পর্যন্ত হতে হচ্ছে।

Advertisement

প্রতিবেদনে গুজরাটের ভয়াবহ ঘটনার উল্লেখ রয়েছে। যেখানে হাসান শাহ নামে এক বাংলাভাষীকে ভাড়া বাড়ি থেকে টেনে নিয়ে পুলিশ চোখ বেঁধে বেধড়ক মারধর করে বাংলাদেশ সীমান্তে ফেলে আসে। একইভাবে আব্দুর রহমানকে নগ্ন করে বেল্ট দিয়ে পিটিয়ে সমুদ্রে ছুড়ে দেওয়া হয়েছিল। তাঁদের বৈধ আধার, ভোটার ও প্যান কার্ড থাকা সত্ত্বেও বিজেপি-শাসিত রাজ্যের পুলিশ এভাবে নির্যাতন চালিয়েছে। প্রাণ হাতে করে তাঁরা কোনও মতে ফিরে আসতে সক্ষম হন। শুধু গুজরাট নয়, মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, ওড়িশা এবং অসম– সর্বত্র একই চিত্র। পশ্চিমবঙ্গের রহিমা বেগমকে গানপয়েন্টে রেখে সীমান্ত পার করিয়ে দেওয়ার ঘটনাও স্থান পেয়েছে সেই প্রতিবেদনে। আর বিজেপির এই বিদ্বেষ রাজনীতির প্রতিবাদে কলকাতার রাজপথে তৃণমূলের মহিলা শাখার ধরনা-অবস্থানের কথাও ছবি-সহ প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্রটি। এবং লেখা হয়েছে, মোদির ভারতে ঘটে চলা এই ঘটনা গোটা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত আতঙ্কের।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন।

‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ লিখেছে, মে থেকে জুলাইয়ের মধ্যে দু’হাজারেরও বেশি বাংলাভাষীকে জোর করে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে ‘হিউম্যান রাইটস ওয়াচ’-এর এশিয়ার ডিরেক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে বাংলাভাষীদের ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে দেশছাড়া করছে। এদের মধ্যে বহু পরিবার কয়েক পুরুষ ধরে ভারতের বাসিন্দা। প্রতিবেদনে লেখা হয়েছে, ভারত সরকার যাদের বিরুদ্ধে এই নিপীড়ন চালাচ্ছে, তাদের মধ্যে একটা বড় অংশ মুসলিম সম্প্রদায়ের। এমনকী বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁদের উপর চলছে হেনস্তা। এর ফলে ভারতের ঐতিহ্যগত ঐক্য বিনষ্ট হচ্ছে, ‘বৈচিত্রের মধ্যে ঐক্যের’ বার্তা নস্যাৎ হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদপত্র সরাসরি আঙুল তুলেছে বিজেপির ঘৃণা ও বিদ্বেষের রাজনীতির দিকে। মোদির শাসনে ভারতের ভাবমূর্তি আজ কলঙ্কিত। বাংলাভাষী মানেই আতঙ্ক– এই চিত্র গোটা দুনিয়ার সামনে তুলে ধরেছে মার্কিন সংবাদমাধ্যম। প্রতিবেদনে এ-ও লেখা হয়েছে, ভুক্তভোগীদের একটা বড় অংশ মুসলিম হলেও হিন্দু পরিবারও বাদ যাচ্ছে না। কেবল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই চালানো হচ্ছে এই নির্যাতন। এই পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ