Advertisement
Advertisement
Karnataka

‘অপয়া’ স্কুটি কেনার পর থেকেই সমস্যা, রাগে আস্ত শোরুম জ্বালিয়ে দিলেন যুবক!

শোরুমটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা।

Upset over faulty scooter, man set showroom on fire in Karnataka
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 12, 2024 6:43 pm
  • Updated:September 12, 2024 6:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শখ করে স্কুটার কিনেছিলেন। কত ইচ্ছে ছিল স্কুটারে চেপে এদিক-ওদিক ঘুরে বেরাবেন। কিন্তু কোথায় কী! কেনার দিন থেকে ‘অপয়া’ স্কুটারটির নানান সমস্যায় জেরবার হতে হয় কর্নাটকের কালাবুরাগীর এক যুবককে। রোজ শোরুম আর সার্ভিস সেন্টারে ফোন করেও মেলেনি সমস্যার সমাধান। শেষে চরম ক্ষোভে শোরুমে গিয়ে আগুন লাগিয়ে দেন ওই যুবক! এই ঘটনায় তাজ্জব সকলে। তবে পার পাননি অভিযুক্ত। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, ওই যুবকের নাম মহম্মদ নাদিম। পেশায় তিনি মেকানিক। এক মাস আগেই কালাবুরাগীর একটি শোরুম থেকে ই-স্কুটার কিনেছিলেন তিনি। খরচ হয় প্রায় ১ লক্ষ টাকা। কিন্তু কেনার পর থেকে স্কুটারটিতে নানা গোলযোগ দেখা দেয়। কয়েকদিন বাদে বাদেই সেটিকে নিয়ে ছুটতে হয় সার্ভিস সেন্টারে। কিন্তু খুব একটা লাভ কিছু হয়নি। 

এতেই রাগে ফুঁসে ওঠেন নাদিম। চরম বিরক্তি নিয়ে বুধবার ওই শোরুমে যান তিনি। পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন সেখানে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ ও দমকলবাহিনী। পুলিশ সূত্রে খবর, নাদিমের এই কাণ্ডের জেরে বড় ক্ষতি হয়েছে শোরুমটির। পুড়ে ছাই হয়ে গিয়েছে ৬টি গাড়ি ও কয়েকটি কম্পিউটার। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা। ঘটনার পরই গ্রেপ্তার করা হয় বছর ছাব্বিশের নাদিমকে। তাঁর বিরুদ্ধে একটি মামলাও রুজু করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement