সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণেশ পুজো উপলক্ষ্যে নাটকের আয়োজন হয়েছিল। হনুমান সেজে অভিনয় করছিলেন শিল্পী। নেচে নেচে পারফর্ম করছিলেন। আচমকা লুটিয়ে পড়লেন। নাটকের মাঝেই হল ‘যবনিকা পতন’। হনুমানের ভূমিকায় অভিনয় করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ময়েনপুর এলাকায়। মৃতের নাম রবি শর্মা বলে খবর। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা রবি। বয়স মাত্র ৩৫ বছর। স্থানীয় ভজন মণ্ডলীর অন্যতম সদস্য। নানা জায়গায় দলবলের সঙ্গে অভিনয় করতেন। এলাকার কোথাও কোনও অনুষ্ঠান হলেই রবি ও তাঁর দলের ডাক পড়ত। হনুমানের ভূমিকায় রবিকে দেখতে ভালবাসতেন দর্শকরা।
গত শনিবার ময়েনপুরের কোতয়ালি এলাকায় গণেশ পুজোর অনুষ্ঠান ছিল। সেখানে রবিদেরও ডাক পড়েছিল। রাতের অন্ধকারে চাঁদোয়া খাটিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। দর্শকদের মাঝে ফাঁকা জায়গায় হনুমান বেশে হাজির হয়েছিলেন অভিনেতা। নেচে নেচেই পারফর্ম করছিলেন। তাঁর অভিনয় বেশ উপভোগ করছিলেন দর্শকরা। দিচ্ছিলেন হাততালি।
আচমকা টলতে থাকেন রবি। মাটিতে লুটিয়ে পড়়েন। তখনও দর্শকরা হাততালি দিয়ে চলেছিলেন। উদ্যোক্তারা ব্যস্ত ছিলেন প্রসাদ বিতরণে। প্রথমে কেউ বুঝতেও পারেননি। একটু পরে কয়েকজনের সন্দেহ হয়। তাঁরা রবির কাছে চলে হাসেন। তাঁর মাথার মুকুট খুলে নেওয়া হয়। বিপদ বুঝে বাকিরা তৎপর হয়ে ওঠেন। ময়েনপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৩৫ বছরের অভিনেতাকে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর থেকে শোকস্তব্ধ গোটা এলাকা। রবির শেষ অভিনয়ের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
An artist identified as Ravi Sharma, donning the costume of Lord Hanuman, collapsed and died while performing at pandal in UP’s Mainpuri.
— #जयश्रीराधे 🚩🙏 (@gayatrigkhurana)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.