সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ অর্থাৎ চলতি শিক্ষাবর্ষ থেকেই স্বাস্থ্য পরিষেবা (হেলথ কেয়ার) ও সংশ্লিষ্ট বিষয়গুলি মুক্ত-দূরশিক্ষা মাধ্যম (ODL) এবং অনলাইনে আর পড়ানো যাবে না। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই মর্মে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তথা ইউজিসি। ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনস (এনসিএএইচপি) অ্যাক্ট, ২০২১-এর আওতায় যে যে কোর্স তথা বিষয় ইউজিসি-র এই সাম্প্রতিক নির্দেশের তালিকায় পড়ছে, সেগুলি হল–সাইকোলজি, মাইক্রোবায়োলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, বায়োটেকনোলজি, ক্লিনিক্যাল নিউট্রিশন এবং ডায়েটেটিক্স।
এই প্রসঙ্গে ইউজিসি-র সচিব মণীশ যোশী জানিয়েছেন, ‘‘কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই জুলাই-আগস্টের অ্যাকাডেমিক সেশন থেকে এনসিএএইচপি অ্যাক্ট, ২০২১-এর আওতাভুক্ত এই বিষয়গুলি আর মুক্ত-দূরশিক্ষা মাধ্যম বা অনলাইনে পড়ানো যাবে না। যদি আগে থেকে কোনও প্রতিষ্ঠানকে এই বিষয়গুলি নিয়ে বিভিন্ন কোর্সে পড়ানোর অনুমোদন দেওয়া হয়ে থাকে এই জুলাই-আগস্ট ২০২৫ সেশন থেকে, সে ক্ষেত্রেও তা প্রত্যাহার করে নেওয়া হবে ইউজিসি থেকে।’’ এর অর্থ এই যে, এতদিন যে সমস্ত প্রতিষ্ঠান হেলথ কেয়ার অ্যান্ড অ্যালায়েড বিষয়ে দূর ও মুক্তশিক্ষা মাধ্যম বা অনলাইনে নানা ধরনের কোর্স করাত, এবার তাদের তা বন্ধ করতে হবে। জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে ২৪-তম ডিসট্যান্ট এডুকেশন ব্যুরো ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এই সংক্রান্ত সুপারিশ করা হয়েছিল। পরে সাম্প্রতিক আরও একটি বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত, ইউজিসি-র নির্দেশ অনুযায়ী দূরশিক্ষা মাধ্যম এবং অনলাইনে ‘প্রফেশনাল’ এবং ‘প্র্যাক্টিক্যাল’ কোর্স যে যে বিষয়ে বন্ধ ইতিমধ্যেই রয়েছে, সেগুলির মধ্যে অন্যতম–ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, ডেন্টাল, ফার্মাসি, নার্সিং, আর্কিটেকচার, ফিজিওথেরাপি, অ্যাপ্লায়েড আর্টস, প্যারামেডিক্যাল ডিসিপ্লিনস, এগ্রিকালচার, হর্টিকালচার, হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং টেকনোলজি প্রভৃতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.