Advertisement
Advertisement
Jyoti Malhotra

জ্যোতির পাক সফর স্পনসর করেছিল আমিরশাহীর ভ্রমণ সংস্থা, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য

সংস্থাটির নাম উইগো।

UAE firm operating in Pakistan sponsored Jyoti Malhotra's travel

ফাইল ছবি।

Published by: Subhodeep Mullick
  • Posted:May 22, 2025 9:20 pm
  • Updated:May 22, 2025 9:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যোতির পাকিস্তান যাত্রার খরচ বহন করেছিল সংযুক্ত আরব আমিরশাহীর একটি ভ্রমণ সংস্থা। শুধু তাই নয়, পাকিস্তান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেছিলেন ইউটিউবার। সেই সব খরচও জুগিয়েছিল ওই সংস্থা। গোয়ান্দাদের একটি সূত্র মারফত তেমনটাই জানা যাচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, সংস্থাটির নাম উইগো। দুবাই এবং সিঙ্গপুরে তাঁদের অফিস রয়েছে। তাছাড়া পাকিস্তানে কাজ করার ক্ষেত্রেও তাদের বৈধ লাইসেন্স আছে বলে খবর। জ্যোতি বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে যে ‘ট্রাভেল ভ্লগ’ করতেন, তার বেশিরভাগই স্পনসর করেছে উইগো। সংস্থাটি আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতি দ্বারাও অনুমোদিত বলে জানা গিয়েছে। তাহলে এই সংস্থাটির সঙ্গেও কি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কোনও যোগ রয়েছে? বর্তমানে সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত গোয়ান্দাদের হাতে কোনও সন্দেহজনক তথ্য আসেনি।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জ্যোতি। বর্তমানে তিনি হরিয়ানা পুলিশের হেফাজতে রয়েছেন। ২০২৩ সালে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জো-র (এই নামেই নিজেরকে পরিচয় দেন জ্যোতি) আলাপ। ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাসে থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার।

দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা। এই দানিশেরই ‘বিশেষ আমন্ত্রণে’ গত বছর পাক দূতাবাসে ইফতার পার্টিতে যায় জ্যোতি। এবং পুরো বিষয়টির ভিডিও করে সে। সেই ভিডিওটি দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের। এছাড়াও সম্প্রতি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হরিয়ানার জ্যোতি-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের পাক যোগের একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ