সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের (Rajasthan)ভরতপুরে আচমকা ভেঙে পড়ল বায়ুসেনার একটি চার্টার্ড বিমান। দাউদাউ অগ্নিকাণ্ড এলাকায়। বিমানের পাইলট ও সহকারী পাইলটের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। উল্লেখ্য, এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) রাজস্থান সফরের কথা ছিল। দুর্ঘটনার জন্য সেই সফরসূচিতে পরিবর্তন ঘটল কি না, তা এখনও জানা যায়নি।
Rajasthan | A chartered aircraft crashed in Bharatpur. Police and administration have been sent to the spot. More details are awaited: District Collector Alok Ranjan
Advertisement— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ)
ভরতপুরের জেলাশাসক অলোক রঞ্জন জানিয়েছেন, আগ্রা থেকে উড়েছিল বিমানটি। একটি রেল স্টেশনের কাছে তা ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, মধ্যপ্রদেশেও (Madhya Pradesh) দুর্ঘটনার কবলে বায়ুসেনার (IAF) দুটি বিমান। মোরেনায় ভেঙে পড়েছে সুখোই ৩০ (Sukhoi-30) ও মিরাজ ২০০০ (Mirage 2000) বিমান দুটি। তড়িঘড়ি উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল ও সেনা।
A Sukhoi-30 and Mirage 2000 aircraft have crashed near Morena, Madhya Pradesh. Details awaited. Search and rescue operations launched: Defence Sources
— ANI (@ANI)
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের আকাশে বায়ুসেনার একটি মহড়া চলছিল। গোয়ালিওর থেকে উড়েছিল সুখোই বিমানটি। কিন্তু মাঝ আকাশে মিরাজ ২০০০-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতেই ভেঙে পড়ে দুটি বিমান। অর্থাৎ একইদিনে ভারতীয় বায়ুসেনার তিন-তিনটি বিমান দুর্ঘটনা ঘটল। কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে শুরু হয়েছে তদন্ত। তবে আগে উদ্ধারকাজ সম্পূর্ণ করতে তৎপর সেনা, পুলিশ, উদ্ধারকারী দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.