Advertisement
Advertisement
Jhansi Court

আদালতের মধ্যেই লাঠি উঁচিয়ে-চেয়ার ছুড়ে মারধর দুই আইনজীবীর! ভাইরাল ভিডিও

মক্কেল 'হাতাতে' হাতাহাতি দুই আইনজীবীর?

Two lawyers allegedly fought with sticks and chair at Jhansi court

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 6, 2025 4:04 pm
  • Updated:April 6, 2025 4:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ম বলে, আইন হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। কিন্তু আইনজীবীরা নিজেই বেমালুম ভুলে গেলেন সেকথা! ম্যাজিস্ট্রেটের ঘরে লাঠি-চেয়ার নিয়ে মারপিট করে কার্যত ধুন্ধুমার বাঁধিয়ে দিলেন আইনজীবীর দল। রণক্ষেত্র হয়ে ওঠা আদালত চত্বরের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

ঘটনাটি ঘটেছে ঝাঁসির এক আদালতে। শনিবার বিকেলে আচমকাই ঝগড়া বেঁধে যায় দুজন আইনজীবীর মধ্যে। ঠিক কী নিয়ে সমস্যা? প্রত্যক্ষদর্শীদের কথায়, এক ব্যক্তির জামিন মঞ্জুর করানোর জন্য় সিটি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন এক আইনজীবী। জামিনের আইনি প্রক্রিয়া চলছিল, সেই সময়ে ওই ঘরে আরেকজন আইনজীবী। যার জামিনের আবেদন বিচারাধীন ছিল, তাকে নিয়ে শুরু হয় টানাটানি। দুই আইনজীবীরই দাবি, ওই ব্যক্তি নাকি তাঁরই মক্কেল।

দুপক্ষের ঝগড়া ক্রমে হাতাহাতিতে পৌঁছয়। সেখানেই শেষ নয়, লাঠি নিয়ে একে অপরের দিকে তেড়ে যান দুই আইনজীবী। চেয়ার তুলে নিয়ে ছুড়ে মারতে যান এক আইনজীবী। ঘটনার সময়ে যেহেতু ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না, তাই এহেন ধুন্ধুমার পরিস্থিতি থামানোরও উপায় মেলেনি। আদালতে উপস্থিত এক ব্যক্তি গোটা ঘটনার ভিডিও তোলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ঝাঁসির সার্কেল অফিসার স্নেহা তিওয়ারি জানান, ধুন্ধুমারের পর এক আইনজীবী থানায় অভিযোগ দায়ের করেন। তবে সেখান থেকে মামলা দায়ের হবে কিনা সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে গোটা ঘটনায় ধিক্কার জানিয়েছেন জেলা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রশেখর শুক্লা। গোটা ঘটনার তদন্ত করতে কমিটি গঠন করার কথা জানিয়েছেন তিনি। অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধ কড়া ব্যবস্থা নেওয়া হবে, মত চন্দ্রশেখরের।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ