মাসুদ আহমেদ: ফের রক্তাক্ত হল ভূস্বর্গ। শ্রীনগর সংলগ্ন এলাকায় সিআরপিএফ জওয়ানদের (CRPF jawans) লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে অজ্ঞাতপরিচয় কয়েকজন জঙ্গি (Terrorist)। এই ঘটনায় শহিদ হয়েছেন দুই জওয়ান।
সোমবার বেলা ১২টা ৫০ নাগাদ পাম্পোর বাইপাসে (Pampore Bypass) ঘটনাটি ঘটে। সূত্রের খবর, সেই সময় সিআরপিএফ জওয়ান ও কাশ্মীর পুলিশ রাস্তা খোলার কাজ করছিল। বাইকে চড়ে এসে কয়েকজন সন্ত্রাসবাদী এসে এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলেই জখম হন পাঁচ জওয়ান। তাঁদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়। তবে এখনও পর্যন্ত হামলাকারী জঙ্গিদের পরিচয় জানা যায়নি। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিকে নিরাপত্তার খাতিরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে।
Of the five CRPF jawans, who were injured after terrorists fired upon the Force’s road opening party (ROP), two jawans lost their lives. More details awaited.
— ANI (@ANI)
গত কয়েক মাসে এ ধরনের একাধিক হামলার শিকার হয়েছে সিআরপিএফ জওয়ানরা। টহলদারি কিংবা ধসে বন্ধ হয়ে যাওয়া রাস্তা খুলতে যাওয়ার সময় তাঁধের লক্ষ্য করে হমলা চালায় জঙ্গিরা। বাইকে চেপে এসে গুলি ছুঁড়ে পালিয়ে যায় তারা। ফলে প্রতিরোধ গড়ে তোলারও সময় মেলে না জওয়ানদের। বেঘোরেই শহিদ হন জওয়ানরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.