ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর ভারত শত্রু তুর্কির ষড়যন্ত্রেই কী আহমেদাবাদ বিমান দুর্ঘটনা! মর্মান্তিক সেই দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এরইমাঝে সন্দেহ উসকে দিলেন যোগগুরু বাবা রামদেব। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানালেন, ভারতের সঙ্গে শত্রুতার জেরে তুর্কি এই ঘটনা ঘটায়নিতো! সরকারের উচিত তদন্তে এই বিষয়টিকেও মাথায় রাখা।
আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এক পলকে ওলট-পালট করে দিয়েছে সবকিছু। বৃহস্পতিবারের অভিশপ্ত দুপুর কেড়ে নিয়েছে ২৫০ জনের বেশি মানুষের প্রাণ। এই দুর্ঘটনায় যান্ত্রিক গোলযোগ, পাইলটের ভুলের পাশাপাশি সন্ত্রাসবাদের তত্ত্বও সামনে আসতে শুরু করেছে। এই ডামাডোলের মাঝেই শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রামদেব বলেন, ‘আমি জেনেছি তুর্কির একাধিক সংস্থা রক্ষণাবেক্ষণের কাজ করে। সেই সুবাদে ভারতের সঙ্গে শত্রুতার জায়গা থেকে ওদের তরফে ষড়যন্ত্রের তত্ত্বও এড়িয়ে দেওয়া যায় না। ফলে বিমান দুর্ঘটনার পিছনে এই বিষয়টিও মাথায় রাখা উচিত। অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ভারতের উচিত আরও বেশি নজরদারি চালানো। রক্ষণাবেক্ষণের নামে ষড়যন্ত্রের বিষয়টিও এড়িয়ে যাওয়া যায় না।’ রামদেব আরও বলেন, ভারতের গুরুত্বপূর্ণ সংবেদনশীল ক্ষেত্রে বিদেশিদের হস্তক্ষেপ শূন্যে নামিয়ে আনা উচিত সরকারের।
উল্লেখ্য, পহেলগাঁওয়ে পাক মদতে জঙ্গি হামলা ও ২৬ জনের মৃত্যুর ঘটনায় অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের আঁতুড়ঘর। সেই ঘটনার পর ভারতের মাটিতে পালটা হামলা চালাতে শুরু করে পাকিস্তান। সেখানে পাকিস্তানের সহায় হয় তুর্কি। জানা যায়, ভারতে হামলা চালাতে পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্যের পাশাপাশি ইসলামাবাদে সেনাও পাঠায় তারা। বিষয়টি নজরে আসার পর নিরাপত্তার স্বার্থে একাধিক পদক্ষেপ নেয় ভারত। দেশের বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত থাকা তুর্কির সংস্থাগুলিকে সরিয়ে দেওয়া হয়। এইসবের মাঝেই মর্মান্তিক আহমেদাবাদে বিমান দুর্ঘটনা তুর্কিযোগ থাকার সম্ভাবনা উসকে দিলেন রামদেব।
উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী গত বৃহস্পতিবার অভিশপ্ত ওই বিমানে সওয়ার ছিলেন ২৪২ জন যাত্রী। এর মধ্যে ১৬৯ জন ভারতীয় ও ৫৩ জন ব্রিটিশ, পর্তুগালের ৭ জন ও কানাডার এক নাগরিক। পাশাপাশি পাইলট ও বিমান সেবিকা মিলে ছিলেন ১২ জন। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান আকাশে ওড়ার পরই দ্রুত গতিতে নিচের দিকে নামতে শুরু করে। আছড়ে পড়ে একটি মেডিক্যাল কলেজের হোস্টেলে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানে থাকা ২৪১ জনের। রহস্যজনকভাবে বেঁচে গিয়েছেন এক যুবক। পাশাপাশি যে হোস্টেলে সেটি আছড়ে পড়ে সেখানেও একাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.