সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাছে বেঁধে বেধড়ক মারধর, গোপনাঙ্গে ছেড়ে দেওয়া হয় লাল পিঁপড়ে! চোর সন্দেহে এক আদিবাসি যুবকের উপর এভাবেই পাশবিক অত্যাচার চালানোর অভিযোগ উঠল। যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা ওই একই আদিবাসি সম্প্রদায়েরই বলে খবর। এই ভয়ংকর ঘটনার ভিডিও ভাইরাল হতেই জোর বিতর্ক শুরু হয়েছে। তদন্ত নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, এই ঘটনা কর্নাটকের দাভানগেরে জেলার চান্নাগিরি তালুকের নাল্লুরের কাছে আস্তাপানাহাল্লি গ্রামের। যে যুবককে হেনস্থা করা হয়েছে তিনি হাক্কি-পিক্কি সম্প্রদায়ের। চোর সন্দেহে তার উপর এই নির্যাতন চালিয়েছে ওই সম্প্রদায়ের লোকজন বলে অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, জঙ্গলের মাঝে এক যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হচ্ছে। শুধু তাই নয়, যুবকটির গোপনাঙ্গে লাল পিঁপড়ে ছেড়ে দেওয়া হয়। যন্ত্রণায় ছটফট করছেন তিনি। যা দেখে উল্লাসে ফেটে পড়ছে সামনে দাঁড়িয়ে থাকা লোকজন। (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)
A minor boy was allegedly tied to a tree and mercilessly beaten up with drip pipes by some people on suspicion of theft in ‘s district.
A case was registered against nine people in this connection and one of the accused has been taken into custody for…
— Hate Detector 🔍 (@HateDetectors)
এই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। যার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। স্থানীয় থানার তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনা কয়েকদিন আগের। এই ঘটনার প্রেক্ষিতে দাভানগেরের এসপি উমা প্রশান্ত চান্নাগিরি পুলিশকে ওই গ্রাম পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এসপি প্রশান্ত জানিয়েছেন, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.