সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের নাগরিক! নকল পরিচয়পত্র বানিয়ে ৩০ বছর ভারতে বাস! রূপান্তরকামীদের কাছে হয়ে উঠেছিল ‘গুরু মা’। ৩০০-র বেশি ট্রান্সজেন্ডার আসতেন তার কাছে। শুধু অবৈধভাবে ভারতেবাস নয়, তার বিরুদ্ধে রয়েছে মানবপাচারের মতো মারাত্মক অভিযোগ। তাছাড়াও মহিলাদের যৌনপেশায় নামতে বাধ্য করানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই বাংলাদেশিকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ।
ধৃতের নাম বাবু আয়ান খান ওরফে জ্যোতি। তার আরও পরিচয় রয়েছে। অভিযুক্ত এলাকায় ‘গুরু মা’ নামেও পরিচিত। জ্যোতি ভুয়ো জন্ম শংসাপত্র, আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিয়ে মুম্বইয়ে থাকছিল। একাধিক সূত্র থেকে তথ্য পেয়ে পুলিশ তার উপর সন্দেহ করে। জ্যোতির পরিচয়পত্র যাচাই করেন তদন্তকারীরা। তখনই জানা যায় সবক’টি পরিচিয়পত্রই ভুয়ো। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়।
এরপরই জানা যায় জ্যোতি বাংলাদেশ থেকে ভারতে মানবপাচারকারী চক্র চালাছিল। সূত্র মারফত জানা গিয়েছে, পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বর্ডার দিয়ে ২০০ বেশি বাংলাদেশিকে সীমান্ত পার করিয়ে সে ও তার দলবল। তদন্তে আরও উঠে এসেছে, বাংলাদেশিদের মুম্বইয়ের শিবাজি নগরে নিয়ে আসতে রাখত জ্যোতি। করত থাকার ব্যবস্থাও। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা ‘গুরু মা’কে ৫ থেকে ১০হাজার টাকা ঘর ভাড়াও দিত বলে জানা গিয়েছে।
জ্যোতির বিরুদ্ধে আরও অভিযোগ, মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির অধীনে থাকা ২০০টিরও বেশি ফ্ল্যাট দখল করেছে। সেগুলি ভাড়া দিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করত। সূত্র মারফত জানা গিয়েছে, ধৃত অনেক মহিলাকেই যৌন পেশায় নামতে বাধ্য করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.