Advertisement
Advertisement
Mallikarjun Kharge

কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে, মহারাষ্ট্র-হরিয়ানার হারের পর সংগঠনে ব্যাপক রদবদলের ঘোষণা খাড়গের

কংগ্রেসের বিপক্ষে যাচ্ছে নেতাদের খেয়োখেয়ি, মেনে নিলেন দলের সর্বভারতীয় সভাপতি।

Tough decisions needed to strengthen party, Says Congress president Mallikarjun Kharge
Published by: Subhajit Mandal
  • Posted:November 30, 2024 9:44 am
  • Updated:November 30, 2024 9:44 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্র ও হরিয়ানা। দুই রাজ্যেই সম্ভাবনাময় পরিস্থিতি থেকে শোচনীয় হার। একেবারেই অপ্রত্যাশিত এই পরাজয় যে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মানতে পারছে না, সেটা স্পষ্ট হয়ে গেল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কথায়। দলের কর্মসমিতির বৈঠকে কংগ্রেস সভাপতি সাফ বলে দিলেন, এবার কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যতদিন দলের নেতারা একসঙ্গে ভোটের লড়াইয়ে না নামছেন, ততদিন জয় আসবে না।

Advertisement

পরাজয় থেকে শিক্ষা নিয়ে সংগঠনে ব্যাপক রদবদলের ইঙ্গিত দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এছাড়াও যে কোনও রাজ্যের ভোটের একবছর আগে থেকে প্রস্তুতি শুরু করতে হবে বলে শুক্রবার কংগ্রেস জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। খাড়গে এদিন বলেন, “দলের নেতারাই ভোটের আগে একে অপরের বিরুদ্ধে বয়ানবাজি করেন। এতে আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। সকলে একসঙ্গে একজোট হয়ে ভোটে না লড়লে জয় পাওয়া সম্ভব নয়।” কংগ্রেস সভাপতি বলছেন, “দলের অন্দরের মতবিরোধ ভুলে আমাদের এক হতে হবে। কংগ্রেসের জয়কে নিজের জয়, কংগ্রেসের হারকে নিজের হার ভাবতে হবে।”

দলের কর্মসমিতির বৈঠকে কংগ্রেস সভাপতি জানান, দলের সংগঠনে বড়সড় রদবদল হবে। বিধানসভা ভোটে খারাপ ফল এবং ব্লক ও জেলা স্তরে সাংগঠনিক বিষয়গুলি দেখার জন্য বেশ কয়েকটি কমিটি গঠন করা হবে। বৈঠকে হরিয়ানা ও মহারাষ্ট্রে হারের পর্যালোচনা হয়। সেখানে এক সদস্য নির্বাচনী রণকৌশলে পরিবর্তন আনার পরামর্শ দেন বলে সূত্রের খবর। কংগ্রেস সভাপতি বলে দেন, “এবার কঠিন কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। সংগঠন এবং ভোটের কৌশল দুটোই বদলাতে হবে। দলের প্রতি আনুগত্য এবং শৃঙ্খলার সঙ্গে কোনওরকম আপস করা হবে না।”

দলের অন্দরে ব্যাপক সংস্কারের কথা বললেও খাড়গে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। তিনি বলছেন, “সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনা ভোটপ্রক্রিয়া নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি করেছে। নির্বাচন কমিশনের উচিত সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সুনিশিচত করা।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ