Advertisement
Advertisement
Tirupati Temple

ভিড় নিয়ন্ত্রণে এবার অভিনব পদক্ষেপ তিরুপতি মন্দিরে, ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তার

কীভাবে কাজ করবে এই ব্যবস্থা?

Tirupati Temple to introduce AI for crowd control
Published by: Subhodeep Mullick
  • Posted:September 24, 2025 5:44 pm
  • Updated:September 24, 2025 6:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে মন্দির বা তীর্থস্থানগুলিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা মাঝেমাঝেই সংবাদ শিরোনামে উঠে আসে। যার নেপথ্যে মূল কারণই হল অনিয়ন্ত্রিত ভিড়। এবার ভিড় নিয়ন্ত্রণ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সিদ্ধান্ত নিল অন্ধ্রের তিরুপতি মন্দির (Tirupati Temple)। জানা যাচ্ছে, শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মন্দিরে একটি নতুন, অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা-সমন্বিত কমান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করবেন। বলাবাহুল্য, এই ধরনের উদ্যোগ ভারতের কোনও মন্দিরে প্রথম।

Advertisement

কীভাবে কাজ করবে এই ব্যবস্থা? জানা গিয়েছে, মন্দিরের  বৈকুণ্ঠম-১ কমপ্লেক্সে এই কমান্ড কন্ট্রোল সেন্টারটির নির্মাণ করা হয়েছে। বসানো হবে বড় একটি স্ক্রিন। এর মাধ্যমে ‘রিয়াল টাইম’ তথ্য মন্দির কর্তৃপক্ষের হাতে চলে যাবে। গোটা বিষয়টি পরিচালনা এবং নজরদারির জন্য ২৫ জন বিশেষজ্ঞের একটি দলও গঠন করা হবে বলে জানা গিয়েছে। এই কন্ট্রোল সেন্টারটিতে এআই-সমন্বিত একটি ক্যামেরা বসানো হবে। বিশেষ এই ক্যামেরা জানিয়ে দেবে, মন্দিরে কতজন তীর্থযাত্রী রয়েছেন, তাঁদের মধ্যে লাইনে কতজন দাঁড়িয়ে রয়েছেন, তীর্থযাত্রীদের পরিচয়-সহ ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। এর পাশাপাশি, এআই-এর মাধ্যমে একটি থ্রিডি মানচিত্র তৈরি করা হবে যা ভিড় নিয়্ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করবে। যদি কোনও অংশে তীর্থযাত্রীদের ভিড় অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তাহলে তার প্রতিকারের পরামর্শও দেবে এই থ্রিডি মানচিত্র।

মন্দিরের এক আধিকারিক বলেন, “এআই কেবল নিরাপত্তা বৃদ্ধি করবে না বরং মন্দির কর্তৃপক্ষের উপর থেকে চাপও কমাবে। এর ফলে তীর্থযাত্রীদের অভিজ্ঞতা আরও সুখকর হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ