Advertisement
Advertisement
Yogi Adityanath

তৈরি হচ্ছে ‘তিলক প্রবেশদ্বার’, পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠছে অযোধ্যা

আগামী কয়েক মাসের মধ্যেই এই প্রবেশদ্বার উদ্বোধন।

'Tilak Pravesh Dwar' is being built in Ayodhya under the leadership of Yogi Adityanath
Published by: Hemant Maithil
  • Posted:August 7, 2025 5:20 pm
  • Updated:August 7, 2025 5:30 pm   

হেমন্ত মৈথিল, অযোধ্যা: অযোধ্যার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে যোগী সরকার ‘তিলক প্রবেশদ্বার’ নামে একটি নতুন বিশাল গেট তৈরি করছে। পঞ্চকোশি পরিক্রমা মার্গে হনুমান গুফার কাছে এই গেট বানানো হচ্ছে। এর নির্মাণ খরচ প্রায় ১.৮৯ কোটি টাকা। অযোধ্যা ডেভলপমেন্ট অথরিটি এই প্রকল্পের কাজ করছে। ইতিমধ্যেই প্রায় ৬০ শতাংশ কাজ শেষের পথে।

Advertisement

এই প্রবেশদ্বারটি অযোধ্যার আধ্যাত্মিক ঐতিহ্য, ধর্মীয় মহিমা ও সাংস্কৃতিক গর্বের প্রতীক হয়ে দেখা দেবে বলেই মনে করছেন রাজ্যবাসী। পঞ্চকোশি পরিক্রমা-তে আসা ভক্তদের জন্য এটি একটি বাড়তি আকর্ষণ হতে চলেছে। গেটটির নকশা প্রাচীন মন্দিরের স্থাপত্য ও আধুনিক প্রযুক্তির মিশ্রণে তৈরি হচ্ছে। এখানে রামায়ণ-যুগের বিভিন্ন প্রতীক ও ঐতিহ্যবাহী কারুকার্য দেখা যাবে।

এই প্রবেশদ্বারের চারপাশে সুন্দর নকশা, পাথরের সূক্ষ্ম কাজ, ভাস্কর্য স্তম্ভ, বিশেষ ধরনের আলো এবং প্রাকৃতক সৌন্দর্য বৃদ্ধিতে বাগান তৈরি করা হবে। গেটটি যেন একটি দর্শনীয় স্থান হয়ে ওঠে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট অশ্বিন পান্ডে বলেন, “তিলক প্রবেশদ্বার অযোধ্যার আধ্যাত্মিক মর্যাদা বাড়াবে। এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যের নিদর্শনও বটে। নির্মাণ কাজ দ্রুত শেষ করে আসন্ন উৎসবগুলির আগেই জনসাধারণের জন্য খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই গেট।”

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে অযোধ্যাকে বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য এটি একটি বড় উদ্যোগ। শ্রীরাম জন্মভূমি এলাকার উন্নয়ন, আস্তা পথ, ভক্তি পথ, জন সুবিধা কেন্দ্র, ডিজিটাল সূচক, রিভারফ্রন্ট উন্নয়ন এবং ঘাটগুলির সংস্কারের মতো আরও অনেক প্রকল্প এই উদ্যোগের অন্তর্ভুক্ত।

দ্রুত গতিতে চলছে নির্মাণ কাজ। আগামী কয়েক মাসের মধ্যেই এই প্রবেশদ্বারের উদ্বোধন হবে। অযোধ্যার স্থানীয় বাসিন্দারাও এই প্রকল্প নিয়ে ভীষণ উৎসাহিত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ