সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ খাওয়া-দাওয়ার পান খাওয়ার রেওয়াজ নতুন কিছু নয়। বিয়েবাড়ির ভূরিভোজ কিংবা ছুটির দুপুরে ভরপেট খাওয়ার পর একটি পান না হলে যেন চলে না। কিন্তু যদি বলি মানুষের মতোই পানের ভক্ত হাতিও, অবাক হচ্ছেন তো? মধ্যপ্রদেশের সাগরে সন্ধান মিলেছে এমনই এক হাতির। প্রতিদিন খাওয়া-দাওয়া সেরে পান খেতে শহরের একটি নির্দিষ্ট দোকানে চলে আসে সে। সেখানে গজরাজের জন্য রাখা থাকে বিশেষভাবে তৈরি পান।
দেখুন ভিডিও:
: An elephant in MP’s Sagar is fond of eating ‘paan’ (betel leaf). Elephant walks to shops everyday to have specially prepared paans.
— ANI (@ANI_news)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.