Advertisement
Advertisement
Andhra Pradesh

দেহব্যবসায় গররাজি, ‘অপরাধে’ লিভ-ইন সঙ্গী তরুণীকে কুপিয়ে খুন করলেন যুবক!

পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ।

This Andhra Pradesh man kills live-in partner for refusing prostitution
Published by: Kishore Ghosh
  • Posted:July 17, 2025 5:05 pm
  • Updated:July 17, 2025 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভ-ইন পার্টনার যুবতীকে দেহব্যবসায় নামাতে চেয়েছিলেন যুবক, স্বভাবতই তাতে রাজি হননি যুবতী। এই ‘অপরাধে’ তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন সঙ্গী যুবক! অন্ধ্রপ্রদেশের এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজ চলছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাটি আম্বেদকর কোনাসিমা জেলার সিদ্ধার্থনগরের। খুন হয়েছেন ২২ বছরের ওলেটি পুষ্পা। হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ শাম্মা সমবয়সি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গত ছয় মাস ধরে শাম্মার সঙ্গে লিভ-ইন করছিলেন তরুণী। গ্রামেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন যুগল। তদন্তকারী পুলিশ আধিকারিকের দাবি, সম্প্রতি শাম্মার সন্দেহ হয়েছিল পুষ্পা অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন। বুধবার রাত দশটা নাগাদ লিভ-ইন সঙ্গী তরুণীকে দেহব্যবসায় নামার প্রস্তাব দেন অভিযুক্ত যুবক। সেই প্রস্তাবে রাজি হননি যুবতী। এই নিয়ে বচসা শুরু হয় উভয়ের মধ্যে। একটা সময় মেজাজ হারিয়ে পুষ্পাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন শাম্মা!

পুষ্পার মা ও ভাই যুগলের ঝামেলা মেটানোর চেষ্টা করেছিলেন। মদ্যপ অবস্থায় শাম্মা তাঁদের উপরেও হামলা করেন বলে অভিযোগ। উভয়ে আহত হয়েছেন। পুলিশকর্তা নরেশ কুমার বলেন, একটি মামলা দায়ের হয়েছে। পুলিশের দু’টি দল পলাতক অভিযুক্তকে খুঁজছে। খুব শিগগির তাঁকে গ্রেপ্তার করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement