সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিজার্ভ ব্যাংক (RBI) জোস জে কাট্টুরকে ( Jose J Kattoor) এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত করল। আজ সোমবার রিজার্ভ ব্যাংকের তরফে এই ঘোষণা করা হলেও ৪ মে, ২০২১ থেকেই তাঁর কার্যকাল ধরা হবে। কাট্টুর এর আগে কর্ণাটকে রিজার্ভ ব্যাংকের রিজিওনাল ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। সেখান থেকে এখন আরবিআই-এর নতুন এক্সিকিউটিভের দায়িত্ব সামলাবেন।
কর্ণাটকের আরবিআই-এর ডিরেক্টর হিসাবে তিনি প্রায় তিন দশক কাজ করেছেন। সেখানে তিনি দক্ষতার সঙ্গে যোগাযোগ, মানবসম্পদ, আর্থিক বিষয়ক নানা দিকে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। রিজার্ভ ব্যাংকের দিল্লির কেন্দ্রীয় দপ্তরে কাট্টুর মানব সম্পদ বিভাগ, কর্পোরেট কৌশল, বাজেট এবং রাজভাষা বিভাগের দায়িত্বে থাকবেন।
RBI appoints Jose J Kattoor as new Executive Director with effect from May 04, 2021
— ANI (@ANI)
কাট্টুর রুরাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার আগে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে। পরে আমেরিকায় পেনসিলভেনিয়ার হোয়ারটন স্কুল অফ বিজনেস থেকে অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম (এএমপি) করেন। এ ছাড়াও তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফিনান্স থেকে পেশাদার ডিগ্রি লাভ করেন।
করোনা পরিস্থিতিতে কাট্টুরের এই বহুমুখী প্রতিভা রিজার্ভ ব্যাংক কাজে লাগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.