ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিরা ডার্ক ওয়েবের আড়ালে থেকে জেহাদের বিষ ছড়াচ্ছে। এমনই দাবি অমিত শাহর (Amit Shah)। উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী গুরুগ্রামে আয়োজিত ২ দিনের জি২০ সম্মেলনে বক্তব্য রাখার সময় এই কথা বললেন শাহ। পাশাপাশি সাইবার হামলার ফলে সারা বিশ্বের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাঁর। শাহর কথায়, ”বিশ্বের বহু দেশই এর শিকার হয়েছে।”
ঠিক কী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী? তিনি জানিয়েছেন, ”জঙ্গিরা ডার্ক ওয়েবের আড়ালে থেকে নিজেদের পরিচয় গোপন রেখে জেহাদের বিষ ছড়াচ্ছে। এই অপরাধের প্যাটার্নটা বুঝতে হবে আমাদের। তারপর তার সমাধান খুঁজতে হবে।” সেই সঙ্গে তাঁর বক্তব্য, ”মেটাভার্স এক সময় কল্পবিজ্ঞানের আইডিয়া ছিল। কিন্তু এখন তা সত্যিকারের বিশ্বে ঢুকে পড়েছে।”
উল্লেখ্য, ডার্ক ওয়েব হল ইন্টারনেটের এমন এক অংশ যা আসলে গোপন এক নেটওয়ার্ক। নির্দিষ্ট সফটওয়্যার ও অনুমোদন ছাড়া যেখানে প্রবেশ করা যায় না। ডার্ক ওয়েব মূলত ‘ডিপ ওয়েবে’র একটি অংশ। সাধারণ সার্চ ইঞ্জিন প্রবেশই করতে পারে না এই অঞ্চলে। সেই ডার্ক ওয়েবকেই জঙ্গিরা জেহাদের বিষ ছড়ানোর জন্য ব্যবহার করছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সব দেশকে ডাক দিলেন একসঙ্গে এর বিরুদ্ধে লড়ার জন্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.