Advertisement
Advertisement
L K Advani

আডবানীর রথযাত্রায় বোমা বিস্ফোরণের ষড়যন্ত্র, ৩০ বছর পর গ্রেপ্তার জঙ্গি সিদ্দিকি

৬০ বছর বয়সি এই জঙ্গির মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।

Terrorists behind pipe-bomb plant targeting L K Advani held after 30 years

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:July 2, 2025 4:56 pm
  • Updated:July 2, 2025 4:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দশক আগে লালকৃষ্ণ আডবানীর বহু চর্চিত রথযাত্রায় হামলার ছক কষেছিল জঙ্গিরা। সেই ঘটনার তদন্তে নেমে ৩০ বছর পর আবুবকর সিদ্দিকি নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করল তামিলনাড়ুর সন্ত্রাসদমন শাখা। জানা গিয়েছে, মাদুরাইয়ের সেই রথযাত্রায় পাইপ বোমার মাধ্যমে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আডবানীকে হত্যার ছক কষা হয়েছিল।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ভারতে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত এই জঙ্গি সিদ্দিকি। দীর্ঘবছর ধরে তার সন্ধান চালাচ্ছিল তামিলনাড়ুর সন্ত্রাসদমন শাখা। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলায় তার লুকিয়ে থাকার খবর পান তদন্তকারীরা। সেই মতো আটঘাট বেঁধে তল্লাশিতে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় সিদ্দিকিকে। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে মহম্মদ আলি ওরফে মনসুরকে। বর্তমানে ৬০ বছর বয়সি এই সিদ্দিকির মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।

পুলিশের দাবি অনুযায়ী, দক্ষিণের একাধিক জঙ্গি হামলার ঘটনায় সরাসরি যুক্ত এই সিদ্দিকি। ১৯৯৫ সালে চিন্তাদ্রিপেটে হিন্দু মুন্নানির দপ্তরে বোমা বিস্ফোরণ, একই বছর নাগৌরে ডানপন্থী নেতা টি মুথুকৃষ্ণান পার্সেল বোমায় হত্যা এবং ১৯৯৯ সালে এগমোরে চেন্নাই পুলিশ কমিশনারের অফিসে বোমা হামলা এবং তিরুচিরাপল্লি, কোয়েম্বাটোর এবং কেরালা-সহ আরও ছয়টি স্থানে বোমা বিস্ফোরণে যুক্ত এই সিদ্দিকি। তিন দশক পর হলেও এই জঙ্গির গ্রেপ্তারি সন্ত্রাসদমন শাখার কাছে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ