সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দল এবং পরিবার থেকে বহিস্কৃত হওয়ার দিনকয়েক পরেই আবেগঘন বার্তা দিলেন তেজপ্রতাপ যাদব। সোশাল মিডিয়ায় লালুপ্রসাদ যাদবের জ্যেষ্ঠপুত্রের দাবি, কিছু ‘গদ্দার’ রাজনীতি করেছে তাঁর বিরুদ্ধে। বাবা-মাকে নিজের দুনিয়া বলে অভিহিত করে তেজপ্রতাপের বার্তা, কেবল তাঁদের আস্থা এবং ভালোবাসাটাই তাঁর কাম্য।
গত বুধবার বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে নিজের দল আরজেডি এবং পরিবার থেকে তাড়িয়ে দেন লালুপ্রসাদ যাদব। পরিবার সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা এবং পারিবারিক অনুশাসন না মানায় তেজপ্রতাপকে বহিষ্কার করা হয়েছে। লালু মনে করছেন, তেজপ্রতাপের কার্যকলাপে দল এবং পরিবার দুই ক্ষেত্রেই ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আসলে লালুর বড় ছেলে বরাবরই বিতর্কিত। দলের অনুশাসন কোনওদিনই মানেন না। মাঝে মাঝেই বিতর্কিত কারণে শিরোনামে থাকেন। সদ্যই এক মহিলার সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়েছেন তেজপ্রতাপ। তাঁর ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে দাবি করা হয়েছিল, তিনি ১২ বছর ধরে এক যুবতীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। কয়েক ঘণ্টার মধ্যেই সেই পোস্ট মুছে ফেলা হয় এবং তেজপ্রতাপ দাবি করেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছিল। তবে তাতেও লাভ হয়নি। দল এবং পরিবার থেকে বহিষ্কৃত হতে হয় তেজপ্রতাপকে।
লালুর বিস্ফোরক সিদ্ধান্ত নিয়ে পাঁচদিন পরে অবশেষে মুখ খুলেছেন তাঁর পুত্র। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “প্রিয় মা এবং বাবা, তোমরা দু’জনই আমার গোটা দুনিয়া। তোমরা এবং তোমাদের আদেশ আমার কাছে ঈশ্বরের থেকেও অনেক বড়। তোমরা থাকলেই আমার সব আছে। আর কিছুই নয়, শুধু তোমাদের ভালোবাসা আর আস্থাটুকুই চাই। বাবা তুমি যদি না থাকতে তাহলে আজ এই দল হত না। আমার সঙ্গে রাজনীতি করা জয়চাঁদের মতো লোভীরাও থাকত না। শুধু তোমরা সবসময়ে সুস্থ থাক, খুশি থাক।”
मेरे प्यारे मम्मी पापा….
मेरी सारी दुनिया बस आपदोनों में ही समाई है।भगवान से बढ़कर है आप और आपका दिया कोई भी आदेश।आप है तो सबकुछ है मेरे पास।मुझे सिर्फ आपका विश्वास और प्यार चाहिए ना कि कुछ और।पापा आप नही होते तो ना ये पार्टी होती और ना मेरे साथ राजनीति करने वाले कुछ जयचंद जैसे…— Tej Pratap Yadav (@TejYadav14)
ভাইবোনদের কারোওর নাম উল্লেখ করেননি তেজপ্রতাপ। তারপর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি অন্য় ভাইবোনদের ‘ষড়যন্ত্রে’র শিকার হলেন লালুর জ্যেষ্ঠপুত্র? তেজপ্রতাপ অবশ্য দীর্ঘদিন ধরেই আরজেডির মূল সংগঠন থেকে দূরে। একটা সময় ভাই তেজস্বীর সঙ্গে দলের ‘দখল’ নিয়ে দ্বন্দ্বও ছিল তাঁর। কিন্তু লালুর আশীর্বাদ বরাবরই ছিল তেজস্বী যাদবের দিকে। ভাইয়ের কাছে পরাজিত হয়ে তেজপ্রতাপ মূল সংগঠন থেকে দূরে সরে যান। এবার কি ভাইয়ের অঙ্গুলিহেলনেই বহিষ্কৃত হলেন তেজপ্রতাপ?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.