Advertisement
Advertisement
Madhya Pradesh

নদীতে প্লাস্টিক বন্দি কিশোরীর দেহ, দলিত কিশোরের সঙ্গে সম্পর্ক থাকায় খুন বাবার? সন্দেহ পুলিশের

দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে পুলিশ।

Teen body found in river in Madhya Pradesh

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 29, 2025 2:45 pm
  • Updated:September 29, 2025 5:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চবর্ণের সন্তান হয়ে দলিত কিশোরের সঙ্গে সম্পর্ক! নাবালিকা মেয়ের প্রেম মানতে পারেনি পরিবার। দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে খুন করে প্লাস্টিক বন্দি দেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ বাবা ও পরিবারের বিরুদ্ধে।

Advertisement

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনায়। শনিবার থেকে নিখোঁজ ছিলেন বছর সাতেরোর দিব্যা সিকরওয়ার। রবিবার বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে নদী থেকে প্লাস্টিক বন্দি পচাগলা দেহ উদ্ধার হয় নাবালিকার। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের সন্দেহ, নাবালিকার প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি তার পরিবার। সেই থেকেই তাদের বচসা হয়। সম্মান বাঁচাতে দিব্যাকে তার বাবা ভরত সিকরওয়ার গুলি করে খুন করেন বলে মনে করছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে পরিবারের বিভিন্ন মন্তব্যে। একবার মৃতার বাবা-মা বলেছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে নাবালিকার। আরও একবার বলছে, পড়ুয়া আত্মহত্যা করেছে। আরও একটি বিষয় ভাবাচ্ছে তদন্তকারীদের। ঘটনার পর থেকেই বিদ্যার ভাই ও বোন নিখোঁজ রয়েছে।

মৃতার বাবাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি ওকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু মাঝ পথেই মেয়ে মারা যায়। আমি অজ্ঞান হয়ে যাই। পরে ওকে পুড়িয়ে নদীতে ফেলে দিই।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ