Advertisement
Advertisement
Tamil Nadu

বিজেপি নেতার থেকে পুরস্কারে ‘না’! ডিএমকে মন্ত্রীর পুত্রের কাণ্ডে চর্চায় ‘তামিল অস্মিতা’

কিছুদিন আগে তামিলনাড়ুর রাজ্যপালের হাত থেকে শংসাপত্র নিতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

Tamil Nadu Minister's son refuses medal presentation from BJP's Annamalai at event
Published by: Arpan Das
  • Posted:August 26, 2025 11:23 am
  • Updated:August 26, 2025 3:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরস্কার বিতরণ করছেন তামিলনাড়ুর বিজেপি নেতা কে আন্নামালাই। তাঁর হাত থেকে পুরস্কার নিতে অস্বীকার তামিলনাড়ুর ডিএমকে শাসিত সরকারের মন্ত্রীর পুত্রের! ৫১তম রাজ্য শুটিং গেমের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঘটনার ভাইরাল ভিডিও ঘিরে ফের চর্চায় তামিল অস্মিতা ও বিজেপি বিরোধিতা।

Advertisement

তামিলনাড়ু বিজেপির প্রাক্তন সভাপতি আন্নামালাই রাজ্য শুটিং প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুরস্কার বিজেতাদের গলায় পদক পরিয়ে দিচ্ছিলেন তিনি। সেখানে পুরস্কার পান তামিলনাড়ুর শিল্পমন্ত্রী টিআরবি রাজার ছেলে সূর্য রাজা বালু। কিন্তু তার পুরস্কার গ্রহণের পালা আসতেই যত নাটক। ভাইরাল ভিডিওয় দেখা যায়, আন্নামালাই তার গলায় পদক পরাতে চাইলে তা পরতে অস্বীকার করে সূর্য। গলায় না পরে সেটাকে হাত নিয়েই মঞ্চ ছাড়ে সে।

স্বাভাবিকভাবেই ভরা মঞ্চে পুরস্কার বিতরণকে কেন্দ্র করে এই ঘটনায় বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে যখন হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তামিল অস্মিতাকে হাতিয়ার করে বিজেপি বিরোধিতা করছে ডিএমকে নেতারা।

উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে একই রকম ঘটনা ঘটেছিল তামিলনাড়ুর মনোনমানিয়াম সুন্দরনার বিশ্ববিদ্যালয়ে। সমাবর্তন অনুষ্ঠানে তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির হাত থেকে ডিগ্রি নিতে অস্বীকার করেন পিএইচডি শেষ করা ছাত্রী জিন জোসেফ। রাজ্যপালের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল, “আরএন রবি তামিলনাড়ুর মানুষদের বিরুদ্ধে। তিনি তামিলদের জন্য কিছুই করেননি। বরং উপাচার্যের থেকে শংসাপত্র গ্রহণ করেন তিনি। সেই সময় এই ঘটনার বিরোধিতা করে আন্নামালাই বলেছিলেন, “ডিএমকে নেতারা স্কুল-কলেজে ঘৃণ্য রাজনীতি ঢোকাচ্ছে। এইসব সস্তার নাটক করে নাম করতে চাইছে।” ঘটনাচক্রে সপ্তাহ দুয়েক কাটতে না কাটতেই সেই ‘নাটকের’ অংশ হলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ