ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি জুড়ে গেল ২৬/১১ মুম্বই হামলার নাম! এনআইএর দাবি, পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত লস্করের সব ষড়যন্ত্রের কথা জানে মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। এমনকী লস্কর প্রধান হাফিজ সইদের সব ভবিষ্যৎ পরিকল্পনাও তার জানা।
বৃহস্পতিবার দিল্লির বিশেষ এনআইএ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে, মুম্বই হামলার চক্রী রানাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তার ভয়েসও রেকর্ড করতে হবে। কারণ, লস্কর এবং হাফিজ সইদ ভারতের বিরুদ্ধে কীভাবে কী ষড়যন্ত্র করছে, বা আগামী দিনে কীভাবে হামলার ঘুটি সাজাচ্ছে এসবের তথ্য রানার কাছে রয়েছে। সেই সব তথ্য জানতে তাকে জেরা করা প্রয়োজন।
গত সোমবার রানার এনআইএ হেফাজতের মেয়াদ বাড়িয়েছে আদালত। এবার তার বয়ান রেকর্ডের আবেদন করেছিল এনআইএ। তাকে নিয়মিত জেরারও অনুমতি চাওয়া হয়। জাতীয় তদন্তকারী আধিকারিকদের দাবি, হেফাজতে রানার স্বাস্থ্যের খেয়াল রাখা হচ্ছে। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। শুনানির পর আদালত জানিয়ে দেয়, ১২ দিনের জন্য আবার এনআইএ হেফাজতে পাঠানো হল রানাকে।
দিনকয়েক আগে পরিবারের সঙ্গে কথা বলার আর্জি নিয়ে দিল্লির বিশেষ এনআইএ আদালতের দ্বারস্থ হয়েছিল রানা। আইনজীবীর দাবি, ওই জঙ্গি যেহেতু বিদেশি নাগরিক এবং অসুস্থ, তাই তার পরিবার তাকে নিয়ে উদ্বিগ্ন। তারা খোঁজখবর নিতে চায়। সেকারণেই পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে চায় ওই জঙ্গি। পালটা এনআইএর দাবি, রানার মতো জঙ্গিকে ফোনে কথা বলতে দেওয়া বিপজ্জনক। সে গোপন তথ্য ফাঁস করে দিতে পারে। তবে সেই আবেদনে এখনও রায় দেয়নি দিল্লির আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.