ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাজাপ্রাপ্তির মেয়াদ শেষ হওয়ার পরও আসামিকে থাকতে হচ্ছে গরাদের ওপারেই। এমন পর্যবেক্ষণে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গেই শীর্ষ আদালতের নির্দেশ, নির্দিষ্ট মেয়াদের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দিতে হবে তাঁর মেয়াদ শেষ হওয়ার পরই। এক মামলার শুনানিতেই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, নীতীশ কাটরা খুনে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুখদেব পহেলওয়ান। তাঁর সাজার মেয়াদ ছিল ২০ বছরের। সেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত মার্চে। ফলে তাঁর মুক্তি পেয়ে যাওয়ার কথা। কিন্তু তা হয়নি। তাঁকে প্রাথমিক ভাবে তিন মাসের জন্য অস্থায়ী ভাবে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম নির্দেশে ২৯ জুলাইয়ের পরই পাকাপাকি মুক্তি পেয়ে যান তিনি। কিন্তু সেই নির্দেশকে বাধা দেয় শাস্তি পুনর্বিবেচনা বোর্ড। এদিন সেই প্রসঙ্গে বিচারপতি বি ভি নাগরত্ন ও কে ভি বিশ্বনাথন জানিয়ে দেন, ৯ মার্চ, ২০২৫-এর পর থেকে আর যাদবকে বন্দি রাখাই যায় না। তাঁকে আর জেল খাটানো যাবে না, যদি তিনি অন্য কোনও মামলায় ‘ওয়ান্টেড’ তালিকায় না থাকেন।
উল্লেখ্য, ২০০২ সালে এক বিয়ের আসর থেকে অপহৃত হন নীতীশ। সেবছরের ফেব্রুয়ারি মাসের রাতে তাঁকে খুন করা হয়। পরে জানা যায়, দোষী বিকাশ যাদবের বোন ভারতী যাদবের সঙ্গে নীতীশের সম্পর্ক ছিল। আর তাই খুন করা হয় তাঁকে। বিকাশ এবং তাঁর তুতো ভাই বিশাল যাদবকে দোষী সাব্যস্ত করে ২৫ বছরের সাজা শোনায় শীর্ষ আদালত। সুখদেবকে দেওয়া হয় ২০ বছরের সাজা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.