Advertisement
Advertisement
Supreme Court of India

শীর্ষ আদালতে মহিলা বিচারপতি নিয়োগে অনীহা? অসন্তোষ প্রকাশ বার অ্যাসোসিয়েশনের

শীর্ষ আদালতে বর্তমানে মাত্র একজন মহিলা বিচারপতি রয়েছেন।

Supreme Court of India Bar association points low percentage of women judges

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:August 30, 2025 7:44 pm
  • Updated:August 30, 2025 7:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সর্বোচ্চ আদালতে মহিলা বিচারপতি নিয়োগে অনীহা? ২০২১ সালের পরে আর কোনও মহিলা বিচারপতি নিয়োগ হয়নি শীর্ষ আদালতে। এবার এই নিয়ে নিজেদের আশঙ্কার কথা জানিয়েছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন।

Advertisement

শনিবার সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন একটি প্রস্তাবে জানিয়েছে, উত্তরাখণ্ড, ত্রিপুরা, মেঘালয় এবং মণিপুর হাই কোর্টে এই মুহূর্তে কোনও মহিলা বিচারপতি নেই। তাদের দেওয়া পরিসংখ্যানে দেখা গিয়েছে দেশজুড়ে বিভিন্ন হাই কোর্টে বিচারপতিদের অনুমোদিত পদ রয়েছে প্রায় ১১০০। এর মধ্যে প্রায় ৬৭০টি পদে রয়েছেন পুরুষ বিচারপতিরা এবং মাত্র ১০৩টি পদে রয়েছেন মহিলা বিচারপতিরা। অন্যদিকে, বিচারপতি বেলা এম ত্রিবেদি অবসর নেওয়ায় বর্তমানে সুপ্রিম কোর্টে মাত্র একজন মহিলা বিচারপতি রয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালে প্রথম মহিলা হিসেবে দেশের প্রধান বিচারপতি হবেন বিচারপতি বিভি নাগারত্ন।

সুপ্রিম কোর্টের সাম্প্রতিক বিচারপতি নিয়োগ নিয়েও নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে বার অ্যাসোসিয়েশন। সাম্প্রতিকতম নিয়োগ প্রক্রিয়াতেও কোনও মহিলা বিচারপতি নিয়োগ করা হয়নি শীর্ষ আদালতে। গত মে-জুন মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটি চিঠি লেখেন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিকাশ সিং। সুপ্রিম কোর্টে মহিলা বিচারপতিদের সমানুপাতিক প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তার কথা চিঠিতে তুলে ধরেন তিনি।

অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিচারপতির বেঞ্চে লিঙ্গ ভারসাম্য কেবল মহিলাদের ন্যায্য প্রতিনিধিত্বের জন্যই নয়, বরং জনসাধারণের আস্থা তৈরির জন্যও গুরুত্বপূর্ণ। এই লিঙ্গসাম্য দেশের সামাজিক বৈচিত্রকেও তুলে ধরবে বিচারপ্রক্রিয়ায়।

বার অ্যাসোসিয়েশনের শনিবারের প্রস্তাবে, ভারতের প্রধান বিচারপতি এবং কলেজিয়ামকে সুপ্রিম কোর্ট এবং হাই কোর্ট উভয় ক্ষেত্রেই আরও বেশি মহিলা বিচারপতির নিয়োগ এবং তাঁদের পদোন্নতির আহ্বান জানানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement