Advertisement
Advertisement
CPIM Kerala

ইসরোর বিজ্ঞানীর জমি দখল করে পার্টি অফিস! কেরল সিপিএমকে নোটিস সুপ্রিম কোর্টের

তিরুঅনন্তপুরমে রাজ্যের শাসকদলের নতুন সদর দপ্তর, এ কে গোপালন সেন্টার তৈরি করেছে সিপিএম।

Supreme Court issues notice to CPIM in dispute over land for Kerala headquarters
Published by: Subhajit Mandal
  • Posted:September 21, 2025 10:59 am
  • Updated:September 21, 2025 10:59 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসরোর বিজ্ঞানীর জমি দখল করে পার্টি অফিস! বিস্ফোরক অভিযোগ কেরল সিপিএমের বিরুদ্ধে। দক্ষিণের রাজ্যটির শাসকদলের কাছে এ নিয়ে নোটিস পাঠাল খোদ সুপ্রিম কোর্ট।

Advertisement

কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমে রাজ্যের শাসকদলের নতুন সদর দপ্তর, এ কে গোপালন সেন্টার তৈরি করেছে সিপিএম। কিন্তু ইসরোর এক বিজ্ঞানীর দাবি, যে জমিতে ওই অত্যাধুনিক পার্টি অফিসটি তৈরি হয়েছে, সেটি আসলে তাঁর। এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিন্দু নামের ওই বিজ্ঞানী। তাঁর দাবি, ষড়যন্ত্র করে তাঁকে তাঁর নিজের জমি থেকে বঞ্চিত করা হয়েছে।

এই দাবিতে আগে কেরল হাই কোর্টে গিয়েছিলেন বিন্দু। সেখানে অবশ্য রায় যায় তাঁর বিরুদ্ধে। সেই কারণেই এবার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন ইসরোর বিজ্ঞানী। সূত্রের খবর, ব্যাঙ্কের ঋণ শোধ করতে না পারায় একটি পরিবারের ছ’টি জমি বাজেয়াপ্ত করে পরবর্তীতে নিলামে তোলা হয়। বিন্দুর দাবি, সঠিক পদ্ধতিতে ও স্বচ্ছভাবে হয়নি সেই নিলাম। ছ’টি জমির মধ্যে তাঁর জমিও ছিল। সেটিকেও নিলামে তুলে দেয় সরকার। যে জমিটিতে সিপিএমের পার্টি অফিস তৈরি হয়েছে, সেই জমিটি আসলে তাঁর। ওই মামলার প্রেক্ষিতেই কেরল সিপিএমকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।

গোটা দেশের মধ্যে স্রেফ কেরলেই ক্ষমতায় আছে বামেরা। ওই রাজ্যকে মডেল হিসাবে তুলে ধরে দেশের অন্যান্য প্রান্তে নিজেদের হৃতগৌরব ফেরাতে চায় লালপার্টি। কিন্তু এসবের মধ্যে এই ধরনের অভিযোগ, দলের ভাবমূর্তিকে আঘাত করছে। কেরলে আগামী বছর বিধানসভা নির্বাচন। তাঁর আগে ইসরোর বিজ্ঞানীর অভিযোগ চাপে ফেলবে বিজয়ন সরকারকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ