Advertisement
Advertisement
Supreme Court

ব্যবহারকারীকে না জানিয়েই পোস্ট, অ্যাকাউন্ট ডিলিট! সুপ্রিম প্রশ্নের মুখে কেন্দ্র

পরবর্তী শুনানির আগে কেন্দ্রকে অবস্থান স্পষ্ট করতে বলল শীর্ষ আদালত।

Supreme Court Asks Centre that 'Can Social Media Posts Be Removed Without Hearing Owner's Side?'
Published by: Kishore Ghosh
  • Posted:March 3, 2025 4:12 pm
  • Updated:March 3, 2025 4:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাকস্বাধীনতার প্রশ্নে অস্বস্তিতে নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রের নির্দেশে সোশাল মিডিয়ার বহু পোস্ট ব্যবহারকারীকে না জানিয়ে মুছে দেওয়া হচ্ছে, এমনকী বন্ধ করে দেওয়া হচ্ছে অনেকের অ্যাকাউন্ট। এই অভিযোগের বিষয়ে এবার কেন্দ্রের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির আগে এই বিষয়ে অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারকে।

Advertisement

ব্যবহারকারীকে না জানিয়ে সমাজমাধ্যম থেকে পোস্ট ও অ্যাকাউন্ট মুছে দেওয়ার বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা করে সফ্‌টওয়্যার ফ্রিডম ল সেন্টার। এই বিষয়ে বিচারপতি বিআর গভই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্-এর বেঞ্চের বক্তব্য, পোস্ট বা অ্যাকাউন্ট মোছার আগে অবশ্যই ব্যবহারকারীকে জানানো উচিত। তার পর এই বিষয়ে পদক্ষেপ করা উচিত কেন্দ্রের। মামলাকারীর হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন ইন্দিরা জয়সিং। শুনানিতে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট সংস্থাকে নোটিস পাঠালেও ব্যবহারকারীকে জানানো হয় না। আইনের মারপ্যাঁচের সুবিধা নেয় কেন্দ্র।

উদাহরণ টেনে ইন্দিরা জানান, একই কায়দায় সুপ্রিম কোর্টের এক আইনজীবীর সমাজমাধ্যম অ্যাকাউন্ট কয়েক বছর আগে আচমকা বন্ধ করে দেওয়া হয়েছিল। কোন পোস্টের জন্য, ঠিক কী কারণে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল, তা জানানোর প্রয়োজন বোধ করেনি মোদি সরকার। আদালত কেন্দ্রের এই নীতির বিরোধিতা করে বক্তব্য জানতে চেয়েছে সোমবার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ