Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

হাই কোর্টের সব বিচারপতিরাই সমান পেনশনের অধিকারী, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

সোমবার একটি রায়ে এমন নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Supreme Court: All judges are entitled to equal pension

ফাইল ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 19, 2025 7:03 pm
  • Updated:May 20, 2025 11:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসরপ্রাপ্ত হাই কোর্টের সমস্ত বিচারপতিরাই সমান পেনশনের অধিকারী। কোনও বিচারপতি কবে কাজে যোগ দিয়েছিলেন, কবে অবসরগ্রহণ করেছিল সেটা সেসব না দেখে এখন থেকে এক পদ এক পেনশন নীতি অনুযায়ী সকলেই সমান পেনশেন পাবেন। সোমবার একটি রায়ে এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভা, বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ।

Advertisement

সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে তাঁরা বলেন, “কোনও বিচারপতিকে যদি একবার হাইকোর্টে নিয়োগ করা হয় তাহলে তাঁকে পূর্ণ পেনশনের আওতায় নিয়ে আসতে হবে। তাছাড়া বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে পদবী অনুযায়ী কোনও বৈষম্য করা যাবে না।”

এদিনের রায় দিতে গিয়ে বিচারকরা জানান, কর্মরত অবস্থায় যদি কোনও বিচারক মারা যান তাহলে তাঁর পরিবার সম্পূর্ণ পেনশেন পাবে। বিচারকরা জানিয়েছেন, অবসরগ্রহণের পর হাই কোর্টের বিচারকদের মধ্যে পেনশনের কোনও বৈষম্য থাকা উচিৎ নয়। এতে সংবিধানের ১৪ নম্বর ধারার লঙ্ঘন হয়।

বিচারপতিদের কথায়, “সরকার হাই কোর্টের সকল বিচারককে বার্ষিক ১৩ লক্ষ ৫০ হাজার টাকা পেনশেন দিতে বাধ্য থাকবে। পাশাপাশি সকল হাই কোর্টের বিচারককে বার্ষিক ১৫ লক্ষ টাকা পেনশেন দিতে হবে।”

উল্লেখ্য, বিচারকদের পেনশন নিয়ে শীর্ষ আদালতে একটি মামলা হয়। সেখানে অভিযোগ করা হয়েছিল, অবসরের পর স্থায়ী বিচারকদের থেকে কম পেনশেন পান অতিরিক্ত বিচারকরা। এমনকী বারের মাধ্যমে নিয়োগ হওয়া বিচারপতিরা সরাসরি নিয়োগ হওয়া বিচারপতিদের থেকে বেশি সুবিধা পেয়ে থাকেন বলে অভিযোগ ওঠে। সেই মামলাতেই এমন রায় দিল সুপ্রিম কোর্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement