ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তারির পর সমাজকর্মী সোনম ওয়াংচুকের ঠাঁই হয়েছে রাজস্থানের যোধপুর জেলে। ইতিমধ্যেই তাঁর স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো ‘র্যাঞ্চো’র জেলমুক্তি চেয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। কিন্তু জানা গিয়েছে, এদিন মামলাটির শুনানি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দিয়েছে শীর্ষ আদালত। স্বামীর মুক্তির দাবিতে
লাদাখে ‘গণবিক্ষোভে’র ২ দিন পর আন্দোলনের প্রধান মুখ তথা পরিবেশকর্মী সোনমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আন্দোলনকারীদের উসকানি এবং হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করার কথা ছিল সোনমের। সেই সাংবাদিক সম্মেলনের ঠিক পাঁচ মিনিট আগে তিনি গ্রেপ্তার হন। সূত্রের খবর, গ্রেপ্তারির পরই সোনমকে লাদাখ থেকে সরিয়ে রাতারাতি নিয়ে যাওয়া হয় লেহ থেকে ১৪০০ কিলোমিটার দূরে রাজস্থানের যোধপুরে।
ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এই আইনে সরকার স্রেফ সন্দেহের বশে সন্দেহভাজনকে দিনের পর দিন আটকে রাখতে পারে। মেলে না জামিনও। সোনমের সঙ্গেও তেমনটা হতে পারে বলে তাঁর অনুগামীদের আশঙ্কা। এদিকে গ্রেপ্তারির পর লেহ-তে যাতে অশান্তি না ছড়ায় সেটা নিশ্চিত করতে শহরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কড়া পুলিশি প্রহরায় রাখা হয় গোটা শহরকে। জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.